মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২০:৫৬, ১৮ এপ্রিল ২০২৪
শুক্রবার চাঁদনীঘাটে অনুষ্ঠিত হবে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক
জলবায়ু পরিবর্তনের জরুরি পদক্ষেপের বিষয়ে সচেতনতা বাড়াতে এ আয়োজন। ছবি- আই নিউজ
জলবায়ু পরিবর্তনের জরুরি পদক্ষেপের বিষয়ে সচেতনতা বাড়াতে মৌলভীবাজারে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের ডাক দিয়েছে কমিউনিটি ইউনাইটেড ফর রিলিফ এণ্ড এম্পাওরম্যান্ট (সিইউআরই)।
শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল ৩টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন চাঁদনীঘাট ব্রিজে সিইউআরই-এর আয়োজনে এই আন্দোলনের আয়োজন করা হচ্ছে।
এই আয়োজনের মিডিয়া পার্টনার eyenews.news এবং ফটোগ্রাফি পার্টনার : টিম চিত্রকর।
জলবায়ু পরিবর্তনের জরুরি পদক্ষেপের বিষয়ে সচেতনতা বাড়াতে শুক্রবার সারা বিশ্ব থেকে বিভিন্ন প্রান্তে হাজার হাজার মানুষ একত্রিত হবে।
এ আয়োজনের অন্যতম উদ্যোক্তা মাহতাবুল ইসলাম উদয় বলেন- আমরা ধর্মঘট করছি কারণ আমাদের কাছে কোনো বিকল্প নেই। আমরা আমাদের ভবিষ্যতের জন্য এবং আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য লড়াই করছি। আমরা ধর্মঘট করি কারণ এখনও পরিবর্তনের সময় আছে, কিন্তু সময়ই সারমর্ম। যত তাড়াতাড়ি আমরা কাজ করব, আমাদের ভবিষ্যত তত ভাল হবে।
উদয় বলেন- উষ্ণতা সীমিত করার জন্য পর্যাপ্ত কাজ করা হচ্ছে না। এমনকি কাছাকাছিও নয়। এই কারণেই আমাদের লক্ষ্য হল বিজ্ঞানের পিছনে একত্রিত হওয়া এবং ক্ষমতায় থাকা ব্যক্তিদের ঘটনাগুলিকে গুরুত্ব সহকারে নেওয়া এবং সেই অনুযায়ী কাজ করা। আমরা আমাদের নিজেদের ভবিষ্যতের জন্য ধর্মঘট করি কিন্তু হাওরাঞ্ছল, উপকূলীয় জনগণ, কৃষক, আদিবাসী এবং অন্যান্য যারা ইতিমধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের ভবিষ্যতের জন্যও। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ভারতের মতো দেশের কৃষকরা ইতিমধ্যেই আ*ত্ম*হ*ত্যা করছে। কারণ খরা এবং বন্যা তাদের জীবিকাকে ক্ষু*ণ্ন করেছে।
উদয় বলেন- এই গুরুত্বপূর্ণ সমস্যার বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের আন্দোলনে যোগ দিন। আসুন একসাথে একটি পার্থক্য তৈরি করি। কথাগুলো ছড়িয়ে দিন এবং আপনার বন্ধুদের আমন্ত্রণ জানান।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’