নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২৩:০৪, ২৯ এপ্রিল ২০২৪
মৌলভীবাজারে একক বৈধ চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. কামাল হোসেন।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলায় একক বৈধ প্রার্থী হিসেবে মাঠে আছেন বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাজুল ইসলাম তাজের মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় তিনিই এখন এই পদের একমাত্র বৈধ প্রার্থী।
রোববার (২৮ এপ্রিল) আপিল শুনানি শেষে আপিল কর্তৃপক্ষ হিসেবে তাজুল ইসলাম তাজের মনোনয়ন বাতিল করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. উর্মি বিনতে সালাম। মামলা সংক্রান্ত অভিযোগের কারণে তাজুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানায় মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়।
অপরদিকে, মো. কামাল হোসেনের মনোনয়ন সংক্রান্ত কোনো সমস্যা না থাকায় একক বৈধ প্রার্থী হিসেবে তিনি নির্বাচনের মাঠে আছেন।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মৌলভীবাজার সদর আসনে মনোনয়ন জমা দেন দুইজন। তারা হলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন এবং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ।
মনোনয়ন যাচাই-বাছাইয়ে কামাল হোসেনের কাগজপত্রে কোনো ত্রুটি না থাকায় বৈধ প্রার্থী ঘোষণা করা হয়।
কামাল হোসেন একজন সাবেক ছাত্রনেতা। তিনি মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। বর্তমানে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। কাগাবলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। এছাড়া তিনি মৌলভীবাজার দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের বারবারের নির্বাচিত সভাপতি।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত দ্বিতীয় ধাপে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ ২ মে এবং ভোট গ্রহণ করা হবে ২১ মে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’