কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ১৫:৫১, ৪ মে ২০২৪
কুলাউড়ায় পুলিশের অভিযানে ২০০ ইয়াবাসহ আটক ১
পুলিশের বিশেষ অভিযানে আটক মাদক ব্যাবসায়ী ইয়াকুব আলী (৪৭)। ছবি- RMB
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ইয়াকুব আলী (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গত বৃহস্পতিবার (০২ মে) দুপুরে কুলাউড়া পৌরসভার চাতলগাঁও এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় একটি সিএনজি থেকে ইয়াকুব আলীকে আটক করে পুলিশ।
আটককৃত ইয়াকুব আলীকে তল্লাশী করে তার কাছ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটক ইয়াকুব আলী (৪৭) জুড়ী থানার মধ্য বটুলী গ্রামের আছদ্দর আলীর ছেলে বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ জানান, জুড়ী থানা এলাকা থেকে একজন মাদক ব্যবসায়ী সিএনজি যোগে ইয়াবা নিয়ে ব্রাহ্মণবাজার এলাকার দিকে আসছে, এমন তথ্যের ভিত্তিতে আমরা কুলাউড়া থানা পুলিশ চালতগাঁও এলাকায় চেকপোস্ট পরিচালনা করি। সেখান থেকে ইয়াকুব আলী নামে একজনকে ইয়াবাসহ আটক করা হয় এবং সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়। আটককৃত ব্যক্তি জুড়ী থানা এলাকার জনৈক এক ব্যক্তির কাছ থেকে ইয়াবা ট্যাবলেটগুলো সংগ্রহ করেছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ বিষয়ে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’