Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৬:০৩, ৪ মে ২০২৪
আপডেট: ১৬:৫৫, ৪ মে ২০২৪

খেলনা পি-স্ত-ল নিয়ে ডা-কা-তি-র প্রস্তুতির সময় কুলাউড়ায় ৩ জন গ্রেফতার 

ছবী- RMB

ছবী- RMB

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ডা-কা-তি-র প্রস্তুতির সময় হৃদয় আহমদ বাহার (৩০), আল আমিন (৩৭) এবং সাজু মিয়া (৩৫) নামে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। 

গত শুক্রবার (০৩ মে) রাত সাড়ে ১০টার দিকে কুলাউড়া পৌরসভার শিবির রোড থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন-  পৌরসভার শিবির রোডের বাসিন্দা মৃ-ত মো. আব্দুল মতিনের ছেলে হৃদয় আহমদ বাহার (৩০), মৌলভীবাজার সদরের সৈয়ারপুর এলাকার বাসিন্দা মৃৎ শফিক মিয়ার ছেলে মো. আল আমিন (৩৭) এবং সদর উপজেলার চাদনীঘাট ইউনিয়নের মাথারকাপন গ্রামের বাসিন্দা আছকর মিয়ার ছেলে মো. সাজু মিয়া (৩৫)। 

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ জানান, ''অ-স্ত্র নিয়ে ডা-কা-তি-র উদ্দেশ্যে কয়েকজন লোক শিবির রোড এলাকায় জড়ো হয়েছে এমন খবর পেয়ে থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতার তিনজনের কাছ থেকে একটি খেলনা পিস্তল (পিস্তল সাদৃশ্য গ্যাস লাইটার),  মোবাইল এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।"

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কুলাউড়া থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়