শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ১৯:২৮, ৪ মে ২০২৪
শ্রীমঙ্গলে স্বপ্নকে হ-ত্যা-র চেষ্টাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন
ছবি- আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনিরুদ্ধ দাশ স্বপ্ন নামে এক তরুণের উপর নি র্যা ত ন ও তাকে হ ত্যা র চেষ্টাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (০৪ মে) বেলা সাড়ে ৩ টার দিকে শ্রীমঙ্গল চৌমুহনী চত্বরে শ্রীমঙ্গল সচেতনবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসম বক্তব্য রাখেন সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, সমাজ সেবক প্রীতম দাশ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘হা-ম-লা আ-ক্র-ম-ণ এভাবে হ-ত্যা-র চেষ্টা, এটা তো গ্রহণযোগ্য নয়। দেশের একজন নাগরিক হিসেবে আমরা প্রত্যাশা করি আইনগত সুরাহা, ভবিষ্যতে এধরনের ঘটনা যেন আর না ঘটে। ছেলে-মেয়ে বাহিরে কোথায় যাচ্ছে, কি করছে অবিভাবকরা যেনো নজরদারিতে রাখেন। আমরা প্রশাসনের অনুরোধ জানাই, দ্রুত সময়ের মধ্যে আসামীদের ধরে আইনের আওতায় নিয়ে আসা হোক। এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় নিয়ে আসা হোক। আমরা এই ঘটনার বিচার ও হ-ত্যা-র চেষ্টাকারীদের শা-স্তি-র দাবি জানাচ্ছি।’
উল্লেখ্য, গত বুধবার (০১ মে) রাতে শহরের কলেজ সড়কে অনুরুদ্ধ দাশ স্বপ্নকে ছু রি কা ঘা তে গু রু ত র আ হ ত করা হয়। ওইদিন রাতে স্বপ্ন ও তানভীর হোসেনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তানভীর স্বপ্নকে ছু রি দিয়ে জ খ ম করে পালিয়ে যায়। পরে স্বপ্নের চিৎকারে এলাকার লোকজন তাকে উ দ্ধা র করে মৌলভীবাজার সদর হাসপাতাল নিয়ে যান। পরে সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে।
স্বপ্ন দাশ জানান, ‘ফেসবুকে আমি একটা স্টোরি দেই। সেই স্টোরিতে তানভীর হা.হা.. রিয়েক্ট দেয়। হা.হা.. রিয়েক্ট দেওয়া নিয়ে তার সাথে আমার তর্ক হয়। পরে সে আমাকে আমার কর্মস্থল থেকে মুঠোফোনে ডেকে নিয়ে ছু-রি দিয়ে জ-খ-ম করে।’ তানভীর শহরের কালীঘাট সড়কের ব্যবসায়ী মধু মিয়ার ছেলে।
তাপস দাশের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন অর্জুন দাশ, রুপক দাশ, তুষার দেব, রাজেশ ভৌমিক, পরিতোষ দাশ, সমীরন দাশ, সৌরভ আদিত্য, বকুল দোষাদ প্রমুখ।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’