Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

সাজু মারছিয়াং, (শ্রীমঙ্গল)

প্রকাশিত: ১১:৩৫, ৫ মে ২০২৪

কুলাউড়ায় রেনটিলাং ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইমলাং এফসি

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

মৌলভীবাজারের কুলাউড়ায় রেনটিলাং ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ৩-১ গোলে ডেন্জারস খিলাড়ী ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ইসলাছড়া পুঞ্জি ইমলাং স্পোর্টং ক্লাব। 

শনিবার (০৪ মে) বিকাল ৪টায় মৌলভীবাজারের কুলাউড়া  উপজেলার সিঙ্গুর খাসিয়া পুঞ্জির ফুটবল মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।

খেলাটি উপভোগ করতে বিভিন্ন খাসিয়া পুঞ্জি থেকে নারী-পুরুষ-কিশোর ফুটবলপ্রেমী দর্শকরা সিঙ্গুর পুঞ্জি মাঠে জড়ো হন।

খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক  যুক্তরাজ্য প্রবাসী ও সাংবাদিক কামাল হাসান। এতে সভাপতিত্ব করেন রেনটিলাং খাসিয়া যুব সংঘের সভাপতি রুবেল তাংসাং। বিশেষ অতিথি ছিলেন বরমচাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আহমদ খান, বিশিষ্ট সমাজ সেবক রুমেল আহমদ সাগর, সিরাজনগর চা বাগানের ব্যাবস্থাপক শামীম চৌধুরী,ইউপি সদস্য চন্দন কুর্মী, সিঙ্গুর খাসিয়া পুঞ্জির মান্রী বিনেট মানার ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

ম্যাচ শেষে বিজয়ী চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি নগদ ৭০ হাজার টাকা ও রানার্স আপ দলের কাছে ট্রফি ও প্রাইজমানি নগদ ৩০ হাজার টাকা আমন্ত্রিত অতিথিরা তুলে দেন।

টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইসলাছড়া ইমলাং স্পোর্টিং ক্লাবের উদীয়মান খেলোয়াড়  রিচার্ড ধার।

মাসব্যাপী চলা রেনটিলাং ফুটবল টুর্নামেন্টে মোট ২৪টি  ফুটবল দল অংশগ্রহণ করে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়