নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
রাজনগর উপজেলা নির্বাচন মঙ্গলবার, মৌলভীবাজার সদরে কবে?

রিটার্নিং অফিসারের কার্যালয়, মৌলভীবাজার। ফাইল ছবি
দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা নির্বাচনের একই দিনে অনুষ্ঠিত হবার কথা ছিল মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচন ও রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। তবে, নানা জটিলতার কারণে, আগামী ২১ মে দ্বিতীয় ধাপে রাজনগর উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন স্থগিত হয়ে আছে। হাইকোর্টের আদেশে ২৩ মে পর্যন্ত স্থগিত রাখা হয়েছে মৌলভীবাজার উপজেলা নির্বাচন।
রোববার (১৯ মে) মধ্যরাতে শেষ হবে দ্বিতীয় দফায় উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের প্রচার-প্রচারণা। রাজনগরে শেষ সময়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। তবে, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। সদর উপজেলার ভোটারদের মনে প্রশ্ন উঠছে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন কবে হবে?
জানা গেছে, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মো. তাজুল ইসলাম তাজের বিরুদ্ধে থাকা মামলা জটিলতার কারণে স্থগিত রাখা হয়েছে সদর উপজেলার নির্বাচন। সর্বোচ্চ আদালত নির্দিষ্ট ৭ দিনের মধ্যে এসব মামলার নিষ্পত্তি করার নির্দেশ দিয়ে ২৩ মে পর্যন্ত নির্বাচন স্থগিত রেখেছেন। আদালতের স্থগিতাদেশের ফলে সদর উপজেলার ভোটের আমেজেও কিছুটা ভাটা পড়েছে। ক'দিন আগেও গাড়িতে করে মাইক বাজিয়ে জোর প্রচার-প্রচারণা চললেও আদালতের স্থগিতাদেশের পর কিছুটা নীরব হয়ে এসেছে নির্বাচনি মাঠ।
যদিও, ভোটারদের সঙ্গে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন প্রার্থী ও সমর্থকরা। তবু, শঙ্কা দেখা দিয়েছে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে।
এদিকে, আগামীকাল মঙ্গলবার (২০ মে) ভোটের আগের দিন রাজনগর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো শুরু হবে। মঙ্গলবার রাত পেরিয়ে বুধবার (২১ মে) সকাল থেকে শুরু হবে রাজনগর উপজেলা পরিষদ নির্বাচন।
রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৬৭টি কেন্দ্রের মোট ৪৭০টি ভোট কক্ষে ১ লাখ ৮৭ হাজার ৫৫২ জন ভোটার ভোট দিবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৯৬ হাজার ১৪৯ জন ও নারী ভোটর ৯১ হাজার ৪০৩ জন রয়েছেন বলে জানিয়েছে উপজেলা নির্বাচন অফিস।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’