নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১১:০১, ২১ মে ২০২৪
চলছে রাজনগর উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ
রাজনগরের কদমহাটা প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে আসা দুই নারী ভোটার। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে, সকালবেলা হওয়ায় ভোটকেন্দ্রগুলোতে এখনো ভোটারদের তেমন উপস্থিতি নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে পারে ভোটারদের সংখ্যা এমনটা ধারণা করছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ।
মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায় সারাদেশের সঙ্গে একযোগে রাজনগরেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে এবছর চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৪ জন সহ মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
চেয়ারম্যান পদের অন্য তিন প্রার্থী হলেন- সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল (আনারস প্রতীক), সাবেক জেলা পরিষদ সদস্য রওনক আহমদ অপু (মোটরসাইকেল প্রতীক)।
অপরদিকে, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির ফৌজি (টিউবওয়েল প্রতীক), উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মহিম দে মধু (উড়োজাহাজ প্রতীক), ব্যবসায়ী মো. আব্দুল হাকিম (চশমা প্রতীক), জেলা সেচ্ছাসেবক লীগের তথ্য ও প্রযুক্তি সম্পাদক সঞ্জয় দেবনাথ (বই প্রতীক) এবং বিএনপি নেতা জবলু তালুকদার (তালা প্রতীক)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ডলি বেগম, লুৎফুল নাহার ও সুমাইয়া সুমি (ফুটবল প্রতীক)।
উপজেলা নির্বাচন অফিস উপজেলা পরিষদ নির্বাচনে ৬৭টি কেন্দ্রের মোট ৪৭০টি ভোট কক্ষে ১ লাখ ৮৭ হাজার ৫শত ৫৫ জন ভোটার ভোট দেয়ার কথা রয়েছে।
এদিকে, রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনের দিন একইসঙ্গে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন অনুষ্ঠিতের কথা থাকলেও, হাইকোর্টের নির্দেশে ৭ দিনের জন্য সদর উপজেলা নির্বাচন স্থগিত রাখা হয়েছে। আগামী ২৩ মে পর্যন্ত মৌলভীবাজার নির্বাচনী কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’