পলি রানী দেবনাথ
আপডেট: ১৩:২১, ২৫ মে ২০২৪
মৌলভীবাজারে শিল্পকলা একাডেমিতে শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান
কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন অতিথিরা। ছবি- আই নিউজ
মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে প্রশিক্ষণ বিভাগের, প্রশিক্ষণার্থীদের অংশগ্রহনে মূল্যবোধের অবক্ষয়, জঙ্গীবাদ, সাইবার অপরাধের বিরুদ্ধে এবং শিশু, কিশোর, যুবক, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৪ মে) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি।
এতে জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম. এমদাদুল হক মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুস সালাম চৌধুরী।
এ সময় আব্দুস সালাম চৌধুরী বলেন, আজকের শিশুরা আগামীতে দেশের নেতৃত্ব দিবে। তাই শিশু, কিশোরদের সংস্কৃতি চর্চার মাধ্যমে দেশ, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে জানতে হবে। শিশু, কিশোরদের মানসিক বিকাশের ব্যবস্থা করে দিতে হবে। সংস্কৃতি চর্চা করতে হবে। এক্ষেত্রে পরিবারের সদস্যদের সচেতনতা ও অত্যন্ত জরুরি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, কালচারাল অফিসার জ্যোতি সিনহা, বাংলাদেশ টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হাসানাত কামাল প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে “দেয়াল চিত্রায়ণ ও আল্পনা অঙ্কন” কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন অতিথিরা।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’