সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার
শ্রীমঙ্গলে ২০টি সংখ্যালঘু পরিবার জিম্মি
ছবি- সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় ২০টি সংখ্যালঘু পরিবারের চলাচলের রাস্তা অবৈধভাবে বন্ধ করে রেখেছেন কামাল মিয়া নামে এক লোক। এই রাস্তা বন্ধ হওয়ার ফলে সাইকেল, মোটরসাইকেল কিংবা পায়ে হেটে বের হওয়া সম্ভব হচ্ছে না এলাকাবাসীর।
উপজেলার রামনগর মনিপুরী পাড়া এলাকার গ্রেন্ড সুলতান রিসোর্টের সামনে একটি গলির অই রাস্তা আটকে রেখেছে কামাল মিয়া নামে একজন।
নাম প্রকাশে অনিচ্ছুক অই গলির বসবাসকারী বলেন, কামাল মিয়া একজন মাদকাসক্ত লোক। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে অই গলির সামনের দিকে থাকেন। সে কিছুদিন পর পর এলাকাবাসীর কাছে অই রাস্তা ব্যবহার করার জন্য চাদা চান। এলাকায় কোন সংখ্যালঘু পরিবারের বিয়ে লাগলে সে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে। উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও শ্রীমঙ্গল থানার ওসি একাধিক বার এই রাস্তা প্রতিবন্ধকতা খুলে দিয়ে গেছেন। যে রাস্তা কামাল মিয়া আটকে রেখেছে সেই রাস্তাটির জায়গা তার নিজের দাবী করলেও সেটা তার নয়। এই রাস্তার উপরে সরকারিভাবে ইউনিয়ন পরিষদের মাধ্যমে ইট সলিং করা। রাস্তার নিচ দিয়ে গ্যাসের লাইন আছে।
অই এলাকার একাধিক লোক বলেন, কামাল একটি দুষ্ট প্রকৃতির লোক। তার নামে চাঁদাবাজিসহ আদালতে একাধিক মামলা রয়েছে। তার পরিবারের লোকজন প্রভাবশালী হওয়ায় এলাকার লোকজন তার এই অত্যাচার সহ্য করে চলেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, সে (কামাল) চাচ্চে আমরা যেন ভোটে না যাই। সে কোন প্রার্থীর পক্ষে সেটা বুঝতে পারছি না। তবে এটা নিশ্চিত আমাদের ভোটে যাওয়া বন্ধ করতেই সে রাস্তা বন্ধ করে রেখেছে।
রাস্তা বন্ধের বিষয়ে জানতে অভিযুক্ত কামালকে একাধিবার মোটোফোনে কল দিলে তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না আপনার মাধ্যমে জানতে পারলাম। আমি খবর পেয়েছি কামাল নামে যে লোকাটা রাস্তা বন্ধ করেছে সে মাদকাসক্ত। সে এর আগেও অনেকবার এধরনের কাজ করেছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। এর আগেও কয়েকবার এই রাস্তাটা বন্ধ করে দেয় শুনেছি স্থানীয় উপজেলা চেয়ারম্যান, ইউপি সদস্য ও পুলিশ তখন খুলে দেয়।’
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’