Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ১১:৫৯, ৩ জুন ২০২৪

জুড়ী-কুলাউড়া সড়কে সড়ক দুর্ঘটনায় নি*হত-১, আহত ৫

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

মৌলভীবাজারের জুড়ী-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের আছুরিঘাট নামক স্থানে সিএনজি ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহ*ত ও সিএনজি চালকসহ ৫ জন গুরুতর আ*হত হয়েছে। নি*হত ব্যক্তি জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া গ্রামের দীনবন্ধু মুন্ডার ছেলে পূজন মুন্ডা (২৬)। 

গতকাল রোববার (০২ জুন) সন্ধ্যায় ৭ টায় এই ঘটনাটি ঘটে। 

জানা যায়, রোববার সন্ধ্যায় জুড়ী-কুলাউড়া সড়কে একটি সিএনজি (মৌলভীবাজার থ- ১৩-৩৯৬০) পাঁচ জন যাত্রী নিয়ে কুলাউড়া থেকে জুড়ীর দিকে আসছিল। পরে জুড়ী-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের আছুরিঘাট নামক স্থানে ওই সিএনজিটি একটি কাভার্ড ভ্যানের (ঢাকা মেট্রো ড- ১২-২০৪৬) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। 

এ ঘটনায় আহত হয় চালকসহ পাঁচজন। আহতরা হলেন- সিএনজি চালক জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের লিটন মিয়া (৩০), একই গ্রামের আমির উদ্দিন (২৪), গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া গ্রামের কবিতা মুন্ডা (৪৫), কোঁচাই এলাকার গোপাল মুন্ডা (৪২) ও দীনবন্ধু মুন্ডা (৫৫) গুরুতর আহত হয়। 

আহতদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ঘটনার খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ কাভার্ড ভ্যান এবং দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি হেফাজতে নিয়েছে। 

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত গাড়ি ২টি জব্দ করা হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়