নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজারের জনপ্রিয় পর্যটন স্পট স্লুইসগেট
ছবি- এম এ মোস্তফা
মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার প্রায় ১০ হাজার কৃষকের বোরো ধান আবাদের প্রধান সহায়ক মনু ব্যারেজ। যে জায়গাটি স্লুইসগেট নামেই স্থানীয় মানুষের কাছে বেশি পরিচিত। মূলত, কৃষি এবং কৃষকদের কাজে আসলেও স্লুইসগেট ও আশপাশের কিছু এলাকা এখন পর্যটনের স্থান হিসেবেই বেশি আকর্ষণীয়। কৃষি কাজে পানি সরবরাহের পাশাপাশি মনুব্যারেজ বা স্লুইসগেট এখন জেলার অন্যতম এক পর্যটন স্পট। যেখানে প্রতিদিনি নানা জায়গায় ঘুরতে আসেন নানা মানুষ।
মৌলভীবাজার পৌর শহর থেকে মনু ব্যারেজের দূরত্ব মাত্র তিন কিলোমিটার। শহরতলীতে অবস্থিত নিয়নাভিরাম প্রকৃতি ঘেরা এই ব্যারেজ ঘিরে গড়ে ওঠেছে রিসোর্ট। রিসোর্টে রয়েছে বিশাল মনোমুগ্ধকর একটি লেক। লেকে ভাড়ায় চালিত নৌকা ভ্রমণেরও ব্যবস্থা রয়েছে। লেকের তীরেই গড়ে উঠেছে একটি বিনোদন পার্ক। ছোট-বড় সবারই চিত্ত-বিনোদনের ব্যবস্থা রয়েছে পার্কে।
যদিও রিসোর্ট ছাড়াও এখানে রয়েছে একটি সুসজ্জিত ছোট্ট পার্কও। আছে মনুব্যারেজ সংলগ্ন খালে নৌকা চরার ব্যবস্থাও। এসবকিছু সহজেই আকর্ষিত করে এখানে আসা পর্যটকদের। প্রতিদিন বিকেলে প্রকৃতিপ্রেমীসহ নানা বয়সী মানুষ এখানে এসে ভিড় করেন। মৌলভীবাজারে ঘুরতে আসা দেশি-বিদেশি পর্যটকরাও সময় পেলে ঢু মেরে যান এ জায়গায়।
মনু ব্যারেজের নৈসর্গিক সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে অনেকেই ভিড় করেন। দেখা যায় ছবি, সেলফি তোলার দৃশ্য। নয়নাভিরাম এ জায়গায় মিউজিক ভিডিও ও মডেলিংসহ নানাকিছু শুটিংও হয় মাঝেমধ্যে।
স্থানীয়রা জানান, সাধারণত পর্যটকরা সন্ধ্যা পর্যন্ত মনু ব্যারেজে থাকতে পছন্দ করেন। কারণ সন্ধ্যা ঘনিয়ে এলেই পশ্চিম দিকে বয়ে চলা মনু নদীর বুকে সূর্যাস্তের মনোরম দৃশ্য দেখার সুযোগ কেউই হাতছাড়া করতে চান না। তাদের দাবি, মনু ব্যারেজ এলাকার সৌন্দর্য বর্ধন করলে মৌলভীবাজারের অন্যতম পর্যটন কেন্দ্রের তালিকায় স্থান পাবে এটি। তাছাড়া শমসেরনগর সড়ক থেকে মনু ব্যারেজ এলাকা পর্যন্ত আসা রাস্তাটিও সংস্কারের দাবি তাদের।
তবে মনু ব্যারেজ এলাকায় নিরাপত্তা সংকট রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা জানান, প্রতিদিন সন্ধ্যার পর কিছু নেশাখোর ও বখাটের সমাগম ঘটে এখানে। তারা প্রায়ই পর্যটকদের কাছ থেকে মোবাইল ফোন, ক্যামেরা ও নগদ অর্থ ছিনতাই করে পালিয়ে যায়।
এ বিষয়ে মৌলভীবাজার জেলা পুলিশ এরিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে। পর্যটকদের নিরাপত্তায় প্রতিনিয়ত পুলিশের বিশেষ টিমকে মনু ব্যারেজে পাঠানো হয়। বাড়ানো হয়েছে আগের চেয়ে নজরদারিও।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’