Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৬:২৪, ৪ জুন ২০২৪
আপডেট: ১৬:৪৭, ৪ জুন ২০২৪

মৌলভীবাজার পৌরসভার কোরবানির হাট শুরু ৯ জুন 

মৌলভীবাজার পৌরসভা আয়োজিত পশুর হাটের গরু। ছবি- আই নিউজ

মৌলভীবাজার পৌরসভা আয়োজিত পশুর হাটের গরু। ছবি- আই নিউজ

পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র তেরো দিন। ঈদকে ঘিরে এবারও কোরবানির পশুর হাট নিয়ে প্রস্তুতি সম্পন্ন করেছে মৌলভীবাজার পৌরসভা। আগামী ৯ জুন থেকে শুরু হবে মৌলভীবাজার পৌরসভার কোরবানির হাট। 

মৌলভীবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, এবছর মৌলভীবাজার পৌরসভার পশুর হাট নিলামে ৪৩ লক্ষ ৪৯ হাজার টাকা বিনিময় মূল্যে ইজারা দেওয়া হয়েছে। পশুর হাট ইজারা নিয়েছেন হিলালপুর এলাকার বাসিন্দা আব্দুল মতিন। 

নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান জানান, আগামী ৯ জুন থেকে শুরু হয়ে কোরবানির হাট চলবে ঈদের দিন পর্যন্ত। এ ব্যাপারে পৌরসভার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 

উল্লেখ্য, আগামী ১৭ জুন বাংলাদেশে কোরবানির ঈদ উদযাপিত হতে পারে বলে এক পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমনিতে, জিলহজ্ব মাসের ১০ তারিখ ঈদুল আজহা পালন করে থাকেন মুসলমানরা। 

আই নিউজ/এইচএ  

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়