Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৭, ৯ জুন ২০২৪
আপডেট: ১১:৩৮, ৯ জুন ২০২৪

ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন মৌলভীবাজারের প্রশান্ত কৈরী

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলার সভাপতি প্রশান্ত কৈরী।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলার সভাপতি প্রশান্ত কৈরী।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য পদ লাভ করেছেন ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলার সভাপতি প্রশান্ত কৈরী। 

গত ৭ ও ৮ জুন ২০২৪ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে "আমদের শপথের প্রদীপ্ত স্বাক্ষরে, নূতন সূর্যশিক্ষা জ্বলবেই" এ স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪২তম জাতীয় সম্মেলেন পরবর্তী কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। 

কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতভাবে মাহির শাহরিয়ার রেজাকে সভাপতি, বাহাউদ্দিন শুভকে সাধারণ সম্পাদক ও আলিফ মাহমুদকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলার সভাপতি প্রশান্ত কৈরী।

সারাদেশ থেকে আগত প্রায় ৩০০ প্রতিনিধির মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান বিদায়ী কমিটির সভাপতি দীপক শীল। শপথ গ্রহণের পর নব নির্বাচিত কমিটি শহীদ মঈন হোসেন রাজুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করে। 

এর আগে গত ৬ জুন বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপারেজয় বাংলার পাদদেশে ৪২ তম জাতীয় সম্মেলনের উদ্ধোধন ঘোষণা করেন প্রখ্যাত শিশু সাহিত্যিক ও ছাত্র ইউনিয়নের দলীয় সংগীতের রচয়িতা আখতার হুসেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়