মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে কমরেড সৈয়দ আবু জাফর আহমদ স্মরণে সভা
ছবি- আই নিউজ
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা কমরেড প্রয়াত সৈয়দ আবু জাফর আহমদের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর জন্মভূমি মৌলভীবাজারে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৮ জুন) বিকেলে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে সিপিবি জেলা কমিটির আয়োজনেীই স্মরণসভার আয়োজন করা হয়।
সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক আইনজীবী মো মাসুক মিয়ার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি খন্দকার লুৎফর রহমান।
সভায় বক্তারা কমরেড সৈয়দ আবু জাফর আহমদের স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন শ্রমজীবী মানুষের আপনজন। তিনি সারা জীবন মেহনতি মানুষের অধিকার আদায় করে শ্রেণী সংগ্রামকে জোরদার করার চেষ্টা করে গেছেন। তিনি জাতীয় নেতা হিসেবে সমাজতান্ত্রিক চিন্তাভাবনার রাজনীতিকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করেছেন। স্থানীয় রাজনীতিতেও তাঁর অবদান ছিল অপরিসীম।
স্মরণসভায় এদিন বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সাজ্জাদ জহির চন্দন, সিলেট জেলা কমিটির প্রাক্তণ সভাপতি আইনজীবী বেদানন্দ ভট্টাচার্য, সিনিয়র আইনজীবী মো. মজিবুর রহমান মুজিব, কমরেড জাফরের জীবনসঙ্গী কাউসার পারভীন, সিনিয়র আইনজীবী রমাকান্ত দাশগুপ্ত, সিনিয়র আইনজীবী বিশ্বজিৎ ঘোষ, বাসদ জেলা শাখার আহ্বায়ক মঈনুর রহমান মগনু, আইনজীবী মিজানুর রহমান মিজান, সিপিবি হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি পীযুষ চক্রবর্তী, সিলেট কমিটির সভাপতি ফরহাদ হোসেন, কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি আব্দুল লতিফ, কমলগঞ্জ উপজেলা কমিটির সভাপতি জিতেন্দ্র সিংহ, শ্রীমঙ্গল উপজেলা কমিটির সভাপতি প্রভাষক জলি পাল, রাজনগর উপজেলা কমিটির নিতাই মিত্র, উদীচী মৌলভীবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক রামেন্দ্র চন্দ্র দাশ, বাংলাদেশ যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি আবু রেজা সিদ্দিকী ইমন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি তপন দেবনাথ প্রমুখ।
এর আগে বিকালে কমরেড সৈয়দ আবু জাফর আহমদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান কমরেড সৈয়দ আবু জাফর আহমদ স্মৃতি সংসদ ও সিপিবি নেতৃত্ববৃন্দসহ বিভিন্ন পেশার মানুষ।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’