রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
রাজনগরে বাবাকে নিয়ে বাড়ি ফেরার সময় দু*র্ঘটনায় ছেলের মৃ*ত্যু
সড়ক দু*র্ঘটনায় নি*হত অনিক দেব মুন্না। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের রাজনগরে বাবাকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দু*র্ঘটনায় অনিক দেব মুন্না (২৫) নামের এক যুবক নি*হত হয়েছেন।
সোমবার (১০ জুন) রাত এগারোটার দিকে এ দু*র্ঘটনা ঘটে। উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকায় কুলাউড়া-সিলেট সড়কে পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের সং*ঘর্ষে এ দু*র্ঘটনা ঘটে। এতে তার বাবা অমল দেব (৫৫) গুরুতর আহত হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নি*হতের বাড়ি একই উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের দেবীপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাজনগর উপজেলার মুন্সিবাজারে ব্যবসা করতেন পাঁচগাঁও ইউনিয়নের দেবীপুর গ্রামের অমল দেব। সোমবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তিনি ও তার ছেলে অনিক দেব মুন্না মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে সিলেট-কুলাউড়া সড়কে মুন্সিবাজার ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকায় পৌঁছালে একইদিকে চলতে থাকা একটি পিকআপ ভ্যানের পিছনে ধাক্কা দেয় তাদের মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই অনিক দেব মুন্না নি*হত হয়।
এ ঘটনায় গু*রুতর আ*হত হলে অমল দেবকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
নি*হত মুন্না মৌলভীবাজার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালেক জানান, দু*র্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। নি*হতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। দু*র্ঘটনার শিকার মোটরসাইকেল ও পিকআপ ভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে।
তবে এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ দেয়নি বলে জানিয়েছে পুলিশ।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’