Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৮:২২, ২০ জুন ২০২৪
আপডেট: ১৮:২৭, ২০ জুন ২০২৪

বন্যার পানি দেখতে শান্তিবাগ পার্কে উৎসুক মানুষের ভিড় 

মনু নদীতে বন্যার পানি দেখতে উৎসুক মানুষের ভিড়। ছবি- আই নিউজ

মনু নদীতে বন্যার পানি দেখতে উৎসুক মানুষের ভিড়। ছবি- আই নিউজ

মৌলভীবাজারে এখনো বিপদসীমার উপর দিয়ে বইছে মনু নদীর পানি। নদীর চাঁদনীঘাট পয়েন্টে এক কূল উপচে পানি প্রবেশ করেছে লোকালয়ে। অন্য পাড়ে শান্তিবাগ ওয়াকওয়ে ও রিভার ভিউ পার্ক। মনু নদীতে বন্যার পানি দেখতে যেখানে ভিড় করেছেন অসংখ্য মানুষ। অনেকে এসেছেন পরিবারের সদস্যদের নিয়ে। খুব কাছ থেকে দেখছেন উজান থেকে নেমে আসা মনু নদীর ঘোলাটে বন্যার পানি। 

বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে সরেজমিনে শান্তিবাগ ওয়াকওয়ে ও রিভার ভিউ পার্ক ঘুরে বন্যার পানি দেখতে আসা অসংখ্য মানুষের উপস্থিতি দেখতে পাওয়া যায়। 

শান্তিবাগ ওয়াকওয়ে ও রিভার ভিউ পার্ক ঘুরে দেখা যায়, নারী-পুরুষ, বৃদ্ধ, যুবক নির্বিশেষে সব বয়সী মানুষ ভিড় করেছেন মনু নদীর পাড়ের এই পার্কে। এখানে দাঁড়িয়ে খুব কাছে থেকে দেখা যায় মনু নদীতে বিপদসীমার উপর দিয়ে বয়ে চলা বানের পানি। এই পানি দেখতেই অসংখ্য মানুষ এসেছেন এখানে। সাধারণত, পার্কে এমনিতেও অনেকে ঘুরতে আসলেও আজকে বেশিরভাগ মানুষই আসছেন বন্যার পানি দেখতে। 

হেমন্ত ধর নামের একজন আলাপকালে বলেন, আমার ঘরের পাশেই এই ওয়াকওয়ে পার্ক। প্রায় সময়ই আসি। তবে, আজকে এসেছি বন্যার পানির পরিস্থিতি দেখার জন্য। এসে দেখলাম দুই কূল ভরে পানি প্রবাহিত হচ্ছে। পানিতে স্রোতও প্রবল। 

অনেককেই দেখা গেছে নদীতে বেড়ে যাওয়া বন্যার পানিকে পেছনে রেখে ছবি তুলতে। অনেকে আবার পরিবারের সদস্যদের নিয়েও ছবি তুলছেন। কেউ কেউ মনু নদীর পানি বেড়ে যাওয়ার দৃশ্য মোবাইলে ধারণ করে নিয়ে যাচ্ছেন বাড়িতে দেখাবেন বলে। 

আকিকুর নামের একজন বেসরকারি চাকরিজীবী জানান, মনু নদীতে গত তিন ধরে পানি বাড়ছেই। পানি বাড়ার সাথে সাথে নদী পাড়ে মানুষেরও ভিড় বাড়ছে। এখানে আসলে একদম কাছে থেকে নদীর পানি দেখা যায় বলে অনেকেই এই পার্কে আসছেন। আমিও এসেছি আমার এক বন্ধুকে পানি দেখাব বলে। 

এদিকে, মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বৃহস্পতিবার দুপুর ১২টায় রেকর্ড করা তথ্য অনুযায়ী মৌলভীবাজারে এখনো বিপদসীমার ৪২ সে.মি উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সাত উপজেলার কয়েক লাখ বাসিন্দা বর্তমানে পানিবন্দি অবস্থায় আছেন। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় জেলায় আশ্রয়কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে।  এ পর্যন্ত আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় সাড়ে ছয় হাজারের বেশি মানুষ। আশ্রিতদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে ৭০টি মেডিকেল টিমও। 

বন্যা কবলিত এলাকায় জেলা ও উপজেলা প্রসাসনের পক্ষ থেকে ত্রাণ সরবরাহ করা হচ্ছে। জি.আর চাল দেয়া হয়েছে ৪২২ মেট্রিকটন। জি. আর নগদ ২ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা, শুকনো খাবার ৪৬৫ প্যাকেট এবং রান্না করা খাবার ১২০০ প্যাকেট দেওয়া হয়েছে।

এই বন্যা পরিস্থিতিতে মৌলভীবাজারবাসীকে আতঙ্কিত না হয়ে, সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। 

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়