Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৯:৪৬, ২০ জুন ২০২৪

মৌলভীবাজারের নদ-নদীতে বন্যার পানির সবশেষ অবস্থা 

মনু নদীর চাঁদনীঘাট পয়েন্টে সকালের চেয়ে কমেছে বন্যার পানি। ছবি- শাহরিয়ার সাকিব

মনু নদীর চাঁদনীঘাট পয়েন্টে সকালের চেয়ে কমেছে বন্যার পানি। ছবি- শাহরিয়ার সাকিব

টানা বৃষ্টি ও উজান থেকে আসা ঢলের পানির কারণে মৌলভীবাজার জেলার নদ-নদীগুলোতে পানি বেড়ে উপচে পড়েছে লোকালয়ে। তলিয়ে গেছে উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চল। পানিবন্দি অবস্থায় আছেন জেলার কয়েক লাখ মানুষ। জেলার বেশিভাগ নদীতে পানি এখনো বিপদসীমার উপর দিয়ে বইছে। তবে, কমতে শুরু করেছে পানির প্রবাহ। 

বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যা ৬টার দিকে রেকর্ড করা তথ্য সূত্রে এ কথা জানিয়েছে মৌলভীবাজার জেলা পানি উন্নয়ন বোর্ড। এতে দেখা যায় বিভিন্ন নদ-নদীর পানি কমতে শুরু করছে। যদিও তা এখনো বিপদসীমার উপরে প্রবাহমান। 

পানি উন্নয়ন বোর্ডের জানানো সবশেষ তথ্য বলছে, মনু নদীর চাঁদনীঘাট পয়েন্টে আগের চেয়ে কমেছে পানির প্রবাহ। সকালে বিপদসীমার ৪২ সে.মি উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। সন্ধ্যায় পানি প্রবাহিত হচ্ছিল ৩৬ সে.মি উপর দিয়ে। প্রায় ৪ সে.মি পানি কমেছে।

মনু নদীর রেলওয়ে ব্রীজ পয়েন্টে বিপদসীমার ১.৩০ সে.মি উপর দিয়ে নদীর পানি প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার সকালে পানি প্রবাহিত হচ্ছিল বিপদসীমার ১৭.১৮ সে.মি উপর দিয়ে। ধলাই নদীর রেলওয়ে ব্রীজ পয়েন্টেও বিপদসীমার ১. ৮৩ সে.মি উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এই জায়গায়ও কমতে শুরু করেছে নদীর পানি। 

তবে জেলার শেরপুর এলাকায় কুশিয়ারা নদীতে এখনো পানি বিপদসীমার ২১ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার সকালে এই পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছিল ৮.৭৪ সে.মি দিয়ে। যা বিপদসীমা থেকে ০.২ সে.মি বেশি।  বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে পানির পরিমাণ। বৃহস্পতিবার সন্ধ্যায় রেকর্ড করা তথ্য অনুযায়ী কুশিয়ারা নদীতে এখন পানি প্রবাহিত হচ্ছে ৮.৭৬ সে.মি দিয়ে। যা বিপদসীমা থেকে ০.৪ সে.মি বেশি।  সারাদিন ০.২ সে.মি পানি বেড়েছে কুশিয়ারা নদীতে। 

কুশিয়ারা নদী ছাড়া মৌলভীবাজারের অন্য সব নদ-নদীর পয়েন্টগুলোতে পানি কমতে শুরু করেছে। 

এদিকে, ভারতের মেঘালয়-চেরাপুঞ্জিতে বৃষ্টি থেমেছে বলে জানা গেছে। মৌলভীবাজারেও বৃহস্পতিবার দিনের আবহাওয়া ছিল আগের তিন দিনের তুলনায় ভালো। নতুন করে আবার বৃষ্টি না হলে মৌলভীবাজার বন্যা পরিস্থিতির উন্নতি ঘটবে বলে আশা করছে জেলা প্রশাসন, পৌরসভা ও সংশ্লিষ্ট কতৃপক্ষ। তবে, বৃষ্টি হলে রয়েছে দুর্ভোগ বাড়ার সম্ভাবনাও। 

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়