নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:৩২, ২৩ জুন ২০২৪
মাস্টার্স পরীক্ষা দিতে ঢাকা গিয়ে ট্রেনের ধাক্কায় তানজিমের মৃ*ত্যু
ট্রেনের ধাক্কায় নি*হত তানজীম জয়।
রাজধানী ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় মৌলভীবাজারে পরিচিত মুখ, স্বেচ্ছাসেবী ও ছাত্রলীগ কর্মী তানজিম জয় (২৬) মারা গেছেন। তানজিম মাস্টার্স পরীক্ষায় অংশ নিতে ঢাকা গিয়েছিলেন।
রোববার (২৩ জুন) ভোররাতে এনা বাসে করে মৌলভীবাজার থেকে ঢাকা যান। সেখানে কুড়িল বাসস্ট্যান্ডে নামেন। বাসস্ট্যান্ড থেকে যাওয়ার পথে কুড়িল এলাকায় রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেন দু*র্ঘটনার শিকার হন তানজিম। রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তারা মিয়া ।
নি*হত তানজিম জয় মৌলভীবাজার সদর উপজেলার দর্জির মহল এলাকার বাবুল আহমেদ এবং সৈয়দ উম্মে কুলসুম কলির একমাত্র সন্তান, গ্রামের বাড়ি বাহারমর্দানে। তিনি ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি(NIFT)-এ মার্চেন্ডেজেসিং নিয়ে মাস্টার্সে পড়তেন।মাস্টার্স পরীক্ষায় অংশ নিতে রোববার ভোরে ঢাকা গিয়ে পৌঁছান। এরপরেই দুর্ঘ*টনা ঘটে।
বিমানবন্দর রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ভোরে কুড়িল বিশ্বরোডের রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া বলাকা কমিউটার নামে একটি ট্রেনের ধা*ক্কায় তানজিম নিহত হন। ভোরে ঢাকায় আসার পর রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধা*ক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।
পরে বিমানবন্দর রেলওয়ে পুলিশ তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে।
বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তারা মিয়া বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে ম*রদেহ উদ্ধার করে বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসি। দুর্ঘটনার পরে নি*হত যুবকের কাছে থাকা মোবাইল ফোন ও জাতীয় পরিচয়পত্র দেখে ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের নাম-পরিচয় জানা গেছে। নি*হতের মৃ*ত্যুর বিষয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
একই এলাকায় রোববার দুপুরের দিকে পৃথক রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরেক যুবকও। তাঁর লা*শও উদ্ধার করেছে পুলিশ। নিহ*তের নাম মাহমুদুল হাসান। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন বলে জানা গেছে। রেললাইন হেঁটে পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তিনি।
মাহমুদুল সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা গ্রামের শাহ আলমের ছেলে।
এদিকে, তানজিম জয়ের এমন অকাল মৃ*ত্যুতে মৌলভীবাজারে তাঁর পরিবারের নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা মা সৈয়দ উম্মে কুলসুম কলি ও বাবা বাবুল আহমেদ।
আগামীকাল সোমবার (২৪ জুন) সকাল ১০টায় মৌলভীবাজারের শাহী দরগায় তানজিম জয়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে দরগাহ প্রাঙ্গণেই দাফন করা হবে তাঁকে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’