Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১০ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৪, ২৪ জুন ২০২৪

মৌলভীবাজারে বিকাশ প্রতারক চক্রের ২ জনকে গ্রেফতার 

ছবি- RMB

ছবি- RMB

মৌলভীবাজার সদরে মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ জালিয়াতি) প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম কালাম আহমেদ (৩০) ও ধ্রুব দেব (৩৫)। তারা দীর্ঘদিন ধরে এলাকায় বিকাশ ও নগদ জালিয়াতি করে সাধারণের টাকা হাতিয়ে নিচ্ছিল।  

গতকাল রোববার (২৩ জুন) রাতে সদর উপজেলার রায়শ্রী এলাকায় অভিযান চালিয়ে দুই প্রতারককে গ্রেফতার 
করে পুলিশ। 

গ্রেফতারকৃত কালাম আহমেদ মৌলভীবাজার সদরের চাঁদনীঘাট গ্রামের ইনছান মিয়ার ছেলে এবং ধ্রুব দেব মৌলভীবাজার সদরের কামারকাপন গ্রামের গোলক দেবের ছেলে।

মৌলভীবাজার সদর থানা সুত্রে জানা যায়, গত ২২ জুন (শুক্রবার) সকালে মৌলভীবাজার শহরের দর্জির মহল এলাকার তাহমিদুল ইসলামের বিকাশের দোকান থেকে  অজ্ঞাত ২/৩ জন ব্যক্তি নগদ এজেন্ট একাউন্টের পিন কোড ব্যবহার করে ১৫ হাজার টাকা ’সেন্ড মানি’ করে চলে যায়। এজেন্ট একাউন্ট থেকে টাকা গায়েবের ঘটনায় সন্দেহ হলে দোকানের সিসি ক্যামেরা দেখে দোকান মালিক জালিয়াত চক্রের দুই জনকে শনাক্ত করে। পরে মৌলভীবাজার সদর থানা পুলিশ সিসি ক্যামেরা এবং তথ্যপ্রযুক্তির সাহায্যে দুই জনকে গ্রেফতার করে। 

এই ঘটনায় মোট ৩ জনকে আসামি করে মৌলভীবাজার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম জানান, "এই চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবত মৌলভীবাজারে এই জালিয়াতি করে আসছে। তারা মোবাইল রিচার্জ বা বিকাশে টাকা পাঠানোর অজুহাতে বিভিন্ন দোকানে যায় এবং সেখানে কৌশলে বিকাশ বা নগদের এজেন্ট নাম্বারের গোপন পিন কোড তারা সংগ্রহ করে। পরবর্তীতে এই পিন কোড ব্যবহার করে এজেন্ট নাম্বার থেকে তাদেরই চক্রের সদস্যের নাম্বার সেন্ড মানি করে টাকা হাতিয়ে নেয়।" 

মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল জানান, "প্রাথমিকভাবে গ্রেফতারকৃত দুইজন মোবাইল ব্যাংকিং জালিয়াতির সাথে জড়িত মর্মে স্বীকার করেছে। তাদেরকে আজ আদালতে পাঠানো হবে, পলাতক অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।" 

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়