মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে জনপ্রতিনিধিদের সাথে নাগরিক ও যুব ফোরামের সংলাপ
ছবি- আই নিউজ
মৌলভীবাজার জেলায় সরকারী যুবনীতি বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা বিকাশে যুবদের ক্ষমতায়ন এবং সহিংসতার বিরুদ্ধে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় প্রাপ্তি ও প্রত্যাশা বিষয়ে জনপ্রতিনিধিদের সাথে নাগরিক ও যুব ফোরামের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) দুপুরে মৌলভীবাজার পৌরসভা কনফারেন্স হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে “আস্থা” প্রকল্পের আওতায়" সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক ও সাংবাদিক নজরুল ইসলাম মুহিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব. মিছবাহুর রহমান।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম ,সদর উপজেলার একাটুনা ইউনিয়ন পরিষদের চেযারম্যান মো. আবু সুফিয়ান, মনসুর নগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জসিম উদ্দিন মাসুদ, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি হাসনাত কামাল, রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যনেজার মো. মেহেদি হাসান, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু প্রমুখ।
মৌলভীবাজার জেলার প্রেক্ষাপট ও জনগনের প্রত্যাশা সংক্রান্ত বিষয়ে উপস্থাপনা করেন রুপান্তরের সিলেট ক্লাস্টার কো-অর্ডিনেটর হাসান তারেক। শুভেচ্ছা বক্তব্য রাখেন রুপান্তরের জেলা সমন্বয়কারী মুনজিলা। সভায় উপস্থিত ছিলেন জেলার ৭টি উপজেলার যুব ফোরামের সদস্য ও জেলা নাগরিক প্লার্টফর্মের সদস্যরা।
সভায় বক্তারা বলেন, যুব ফোরামের সদস্যরা স্বেচ্ছাসেবী হিসাবে নিজ নিজ উপজেলায় শান্তি ও সম্প্রীতি সুরক্ষায় উঠান বৈঠকের মাধ্যমে জনসচেতনতা, বিগত উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয়ভাবে যাতে কোন সহিংস ঘটনা না ঘটে সে জন্য যুব ফোরামের পক্ষ থেকে যে প্রচারণা ও নিবাচর্নী প্রার্থীদের সাথে সংলাপ কার্যক্রম করেন তা প্রশংসার দাবি রাখেন।
যুবদের দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ, সামাজিক মূল্যবোধ, সাম্প্রদায়িক সমপ্রীতিরক্ষা, সন্ত্রাসমুক্ত একটি সহনশীল অহিংস সমাজ গঠন ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহনের মাধ্যমে নেতৃত্ব বিকাশে দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে জন প্রতিনিধিরা এগিয়ে আসবে এবং যুব ফোরামের সদস্যদের সকল প্রকার কাজে সহযোগিতা করবে বলে অঙ্গীকার করেন।
উল্লেখ্য, আস্থা প্রকল্পটি সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট এন্ড কোঅপারেশন (এসডিসি) এর আর্থিক সহযোগিতায় রূপান্তর দেশের ১৮টি জেলার ১৪৭টি উপজেলায় তাদের কার্যক্রম বাস্তবায়ন করছে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’