Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১০ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৪, ২৫ জুন ২০২৪

মৌলভীবাজারে দু/র্ঘটনা রোধে `নো হেলমেট নো ফুয়েল` অভিযান 

দুর্ঘটনা প্রতিরোধে ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম। ছবি- আই নিউজ

দুর্ঘটনা প্রতিরোধে ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম। ছবি- আই নিউজ

মৌলভীবাজার সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। 

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে মৌলভীবাজার শহরে হেলমেট ও কাগজ বিহীন মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময়  নির্বাহী ম্যাজিস্ট্যাটের উপস্থিততে ভ্রাম্যমাণ আদালতে মামলা দেওয়া হয়। একইসাথে হেলমেট ছাড়া জ্বালানি তেল না দেওয়ার জন্য বিভিন্ন পেট্রোল পাম্পকে নির্দেশ  দেওয়া হয়। বিভিন্ন নির্দেশনা সংবলিত স্টিকার বিভিন্ন পেট্রোল পাম্পে লাগানো হয়। 

বিআরটিএ-র অভিযানে উপস্থিত ছিলেন বিআরটিএ মৌলভীবাজারের পরিচালক হাবিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্যাটবৃন্দ ও পুলিশ সদস্যরা।

অভিযানে মৌলভীবাজার বিআরটিএ-র সহকারি পরিচালক হাবিবুর রহমান বলেন, আজকের অভিযানে আমরা মোটরসাইকেল চালকদেরকে হেলমেট পরিধানের জন্য নির্দেশনা দিয়েছি। শুধু নির্দেশনাই নয়, অভিযানে হেলমেট ছাড়া বেরোনো অনেক বাইকারকে উপস্থিত জরিমানা করে তা আদায় করা হয়েছে। পাশাপাশি প্রত্যেকটি পাম্পে আমরা নির্দেশনা দিয়েছি হেলমেটবিহীন বাইকারদের কাছে পেট্রল বিক্রি না করার জন্য। আমরা পাম্পগুলোতে নানা ধরনের নির্দেশনামূলক পোস্টার লাগিয়ে দিয়েছি। 

বিআরটিএ-র এ কর্মকর্তা আরো বলেন, এখন থেকে প্রতি সপ্তাহে আমরা একবার এসে পাম্পগুলোতে সিসিটিভি ফুটেজ চেক করে দেখব হেলমেট ছাড়া আসা বাইকারদের কোনো পাম্প পেট্রল/অকটেন দেয় কি না। 

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়