নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজার জেলার স্বাক্ষরতার হার ৭৫ দশমিক ৮৫ শতাংশ
ফাইল ছবি
বাংলাদেশে এখন জাতীয় স্বাক্ষরতার হার আগের চেয়ে অনেক বেড়েছে। যদিও দেশের অনেক জেলা, উপজেলা রয়েছে যেগুলো আবার পিছিয়ে আছে স্বাক্ষরতার দিক থেকে। দেশব্যাপী স্বাক্ষরতার হার বাড়াতে সরকারের নানামুখী উদ্যোগ এতে গুরুত্বপূর্ণ প্রভাব রাখছে। এর প্রমাণ মেলে মৌলভীবাজার জেলার গত প্রায় এক যুগে বদলে যাওয়া স্বাক্ষরতার চিত্রে তাকালে। মৌলভীবাজার জেলায় শিক্ষার সার্বিক প্রসারের ফলে, এখানে এখন স্বাক্ষরতার হার আগের চেয়ে অনেক বেশি।
সম্প্রতি মৌলভীবাজার জেলার জনশুমারি ও গৃহগণনা ২০২২ -এর প্রতিবেদন প্রকাশ করেছে জেলা পরিসংখ্যান কার্যালয়। যেখানে ওঠে এসেছে মৌলভীবাজার জেলার স্বাক্ষরতার হারসহ লিঙ্গ ও সামাজিক নানা তথ্য।
জনশুমারি ও গৃহগণনা ২০২২ -এর প্রতিবেদন অনুযায়ী মৌলভীবাজারে বর্তমানে স্বাক্ষরতার হার ৭৫ দশমিক ৮৫ শতাংস। জেলার নারীদের মধ্যে স্বাক্ষরতার হার ৭৪ দশমিক ১৯ শতাংশ। অন্যদিকে পুরুষদের স্বাক্ষরতার হার ৭৭ দশমিক ৬৮। স্বাক্ষরতার হারে মৌলভীবাজারে নারীদের চেয়ে এগিয়ে পুরুষরা।
প্রতিবেদনে ১৯৯১ সাল, ২০০১ সাল, ২০১১ সাল এবং সবশেষ ২০২২ সালের তথ্য তোলে ধরা হয়েছে। এতে দেখা যায় ১৯৯১ সালে মৌলভীবাজার জেলায় স্বাক্ষরতার হার ছিল মাত্র ৩০ দশমিক ০৮ শতাংশ। তখন নারীরা স্বাক্ষরতায় ছিলেন অনেক পিছিয়ে। নারীদের মধ্যে মাত্র ২৪ দশমিক ৬ শতাংশ স্বাক্ষরতার হার ছিল।
২০০১ সালে নারী ও পুরুষ উভয় ক্ষেত্রেই জেলার স্বাক্ষরতার হার বেড়ে দাঁড়ায় ৪২ দশমিক ১ শতাংশ। এই সময় নারীদের মধ্যে স্বাক্ষরতার হার ছিল ৩৮ দশমিক ৫ এবং পুরুষদের ৪৫ দশমিক ৬ শতাংশ। ২০১১ সালে জেলার সার্বিক স্বাক্ষরতার হার আরও বেড়ে হয় ৫১ দশমিক ১ শতাংশ। তখন নারীদের মধ্যে স্বাক্ষরতার হার ছিল ৪৯ দশমিক ৫ শতাংশ এবং পুরুষদের মধ্যে ৫২ দশমিক ৭ শতাংশ।
সবশেষ, ২০২২ সালে মৌলভীবাজারে স্বাক্ষরতার হার বেড়ে হয় ৭৫ দশমিক ৮৫ শতাংশ। নারীদের মধ্যে স্বাক্ষরতার হার ৭৪ দশমিক ১৯ শতাংশ এবং পুরুষদের মধ্যে ৭৭ দশমিক ৬৮ শতাংশ।
প্রতিবেদনের তথ্য বলছে, ২০১১ সাল থেকে ২০২২ পর্যন্ত ১১ বছরে মৌলভীবাজারে স্বাক্ষরতার হার বেড়েছে ২৪ দশমিক ৮৪ শতাংশ ২০০১ সাল থেকে বিগত ২৩ বছরে স্বাক্ষরতার হার বেড়েছে ৩৩ দশমিক ৮৪ শতাংশ।
উল্লেখ্য, গত ২৭ জুন (বৃহস্পতিবার ) দুপুরে এক অনুষ্ঠানে মৌলভীবাজার জেলার জনশুমারি ও গৃহগণনা ২০২২ -এর প্রতিবেদন প্রকাশ করে জেলা পরিসংখ্যান কার্যালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’