Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১০ ১৪৩২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০২, ৩ জুলাই ২০২৪

কমলগঞ্জে সংস্কারের দাবীতে সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ

সংস্কারের দাবীতে  ওই সড়কে ধানের চারা রোপন করে প্রতিবাদ জানিয়েছেন এলাকার কয়েকজন যুবক। 

সংস্কারের দাবীতে  ওই সড়কে ধানের চারা রোপন করে প্রতিবাদ জানিয়েছেন এলাকার কয়েকজন যুবক। 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের কাঁচা রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। একটু বৃষ্টিতেই জলে-কাঁদায় একাকার হয়ে যায় সড়কটি। এমন অবস্থায় সংস্কারের দাবীতে  ওই সড়কে ধানের চারা রোপন করে প্রতিবাদ জানিয়েছেন এলাকার কয়েকজন যুবক। 

মঙ্গলবার (২ জুলাই) সকালে কয়েকজন যুবককে খারাপ হয়ে যাওয়া সড়কের কিছু অংশে ধানের চারা রোপন করতে দেখা যায়। এসময় তারা সড়কটি সংস্কারের দাবীও জানান। 

জানা যায়, উপজেলার রহিমপুর ইউনিয়নের ৭ ওয়ার্ডের রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দক্ষিণ দিকের ১ কিলোমিটার রাস্তাটি দীর্ঘ দিন ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে আছে। রাস্তাটি সংস্কারের জন্য এলাকাবাসী বার বার সংশ্লিষ্ট দপ্তরে দাবি জানিয়ে এলেও রাস্তাটি সংস্কার করা হচ্ছে না। ফলে চলতি বর্ষা মৌসুমে রাস্তাটি ব্যবহারের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক রামচন্দ্রপুর গ্রামের কয়েকজন যুবক বলেন, রাস্তাটি সংস্কারের দাবিতে ও রাস্তাটি করুণ অবস্থা প্রশাসনের নজরে আনার জন্য এলাকার কয়েকজন যুবক রাস্তায় ধানের চারা রোপন করে এই ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছে।

এ ব্যাপারে রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার মোবাইল ফোনে কল দিলেও তার সাড়া মেলেনি।

যদিও কমলগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল বলেন, রাস্তাটি আমার নজরে আছে। দ্রুত সংস্কার করা জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়