নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৮:২১, ৪ জুলাই ২০২৪
মৌলভীবাজারে বন্যায় ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানে ষান্মাসিক পরীক্ষা বন্ধ
আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি বিদ্যালয়ের বর্তমান চিত্র।
মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির কারণে জেলার ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানে ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা স্থগিত রয়েছে। বন্যার কারণে এসব প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।
মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
বন্যার কারণে পরীক্ষা স্থগিত হওয়া ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩৭টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং ১৫টি মাদ্রাসা। এরমধ্যে বেশিরভাগই বন্যাকবলিতদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।
জেলা শিক্ষা অফিসারের কার্যালয় এক রিপোর্টে জানিয়েছে, মৌলভীবাজারে মোট ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার কারণে ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এরমধ্যে মৌলভীবাজার সদরে রয়েছে ২টি শিক্ষা প্রতিষ্ঠান, রাজনগর উপজেলায় ২টি, বড়লেখা উপজেলায় ১৫টি, জুড়ী উপজেলায় ৭টি এবং কুলাউড়ায় ১০টি।
এদিকে বন্যার কারণে কার্যক্রম বন্ধ হওয়া ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৫টি ব্যবহৃত হচ্ছে বন্যার্তদের আশ্রয়কেন্দ্র হিসেবে। এসব প্রতিষ্ঠান বর্তমানে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।
এদিকে, মৌলভীবাজার জেলা নদ-নদীগুলোতে পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নত হবে আশা করছেন বন্যার্তরা। বৃহস্পতিবার জেলার প্রায় সবগুলো নদীতেই আগের দিনের তুলনায় কম উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছিল।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’