Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:০০, ৪ জুলাই ২০২৪

শ্রীমঙ্গলে বিনামূল্যে সার ও বীজ পেলেন ৩ হাজার ৬০০ কৃষক

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি বিভাগের উদ্যোগে বিনামূল্যে সার ও বীজ সহায়তা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। 

বৃহস্পতিবার (০৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠানে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতিও বিতরণ করা হয়। 

শ্রীমঙ্গল উপজেলায় খরিপ-২/২০২৪ মৌসুমে রোপা আমন ধানের উফশী জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ ও সাম্প্রতিক রেমালে ক্ষতিগ্রস্ত ৩ হাজার ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার ও বীজ সহায়তা দেওয়া হয়েছে। 

এছাড়া আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৮৯ জন কৃষি যন্ত্রপাতি পেয়েছেন। অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় ৬০০ জনকে বীজ, রাসায়নিক ও জৈব সার, নেট, ঝাঁঝড়ি, ফলের চারা দেওয়া হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে যেন আমরা খাদ্য উৎপাদন করতে পারি সেজন্য সরকার কৃষকদের প্রণোদনা দিয়ে যাচ্ছে। রোপা আমন ধানের উফশী জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার ও বীজ প্রণোদনা দেওয়া হচ্ছে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তালেব। এতে  বিশেষ অতিথি ছিলেন আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. রকিব উদ্দিন, পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আকরাম হোসেন চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সামছুদ্দিন আহমদ, অতিরিক্ত উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি প্রমুখ।

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়