মৌলভীবাজার প্রতিনিধি
বন্যায় মৌলভীবাজারে ধান ও ফসলের ক্ষ/তি ৫ কোটি টাকা
বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে তলিয়ে গেছে জেলার নিম্নাঞ্চল এলাকাগুলো। ফাইল ছবি
চলতি বন্যায় মৌলভীবাজার জেলায় তছনছ হয়ে গেছে কৃষকের স্বপ্ন। মাঠের সবুজ ধান আর সবজি পানিতে ভেসে যাওয়ার পাশাপাশি কৃষকের স্বপ্নও ভেসে গেছে পানিতে। ফলে দুশ্চিন্তায় মাথায় হাত পড়েছে তাদের।
কৃষি বিভাগের হিসাবে আউশ ধান, বীজতলা ও সবজি পানিতে ভেসে যাওয়ায় প্রায় ৫ কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কৃষকরা বলছে এই ক্ষতির পরিমাণ আরো অনেক বেশি।
জেলার রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের তুলাপুর গ্রামের কৃষক জয়নাল মিয়া বলেন, চারিদিকে পানি আর পানি, ফসল সব তলিয়ে গেছে। এবার আর আউশ হবে না কারণ বীজতলা তলিয়ে গেছে। একই গ্রামের দীনেশ সূত্রধর বলেন, সবজি ক্ষেতও পানিতে তলিয়ে গেছে। এখন কীভাবে আবার ঘুরে দাঁড়াবো এমন টেনশন আমাদের মধ্যে।
কয়েক দিন থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে তলিয়ে গেছে জেলার নিম্নাঞ্চল এলাকাগুলো। সেই সঙ্গে পানিতে তলিয়ে যায় কৃষকের বীজতলা। অথৈ পানিতে আউশ ধান, বীজতলা ও সবজি তলিয়ে গেছে। ফলে পুরোপুরি নষ্ট হয়ে যায় ধান ও ফসল।
মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুদ্দিন আহমদ জানান- চলতি বন্যায় মৌলভীবাজার জেলায় ক্ষতি হয়েছে ১২০০ কৃষকের প্রায় ৩০ হেক্টর আউশ বীজতলা, এতে অর্থমূল্যে ক্ষতির পরিমাণ ১৩ লাখ ২০ হাজার টাকা। এছাড়া ৭ হাজার ৪৯৫ জন কৃষকের ৯৭০ হেক্টর সবজি ফসলের জমি। এতে আর্থিক ক্ষতি প্রায় ৪ কোটি ৬৫ লাখ টাকা। উৎপাদনে ১৫ হাজার ৫০০ মেট্রিকটন সবজি বন্যার পানিতে ক্ষতি হয়েছে।
সদর উপজেলার কৃষক আলতাফ মিয়া বলেন, আমরা ত্রাণ নয়, বন্যার সমস্যা সমাধান চাই।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’