Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৪:১৬, ১৩ জুলাই ২০২৪

মৌলভীবাজারে ইন্টারনেট ব্যবহারে পুরুষদের চেয়ে এগিয়ে নারীরা 

মৌলভীবাজার জেলায় নারীদের ইন্টারনেট ব্যবহারের হার ৪৫ দশমিক ৬৯ শতাংশ। প্রতীকী ছবি

মৌলভীবাজার জেলায় নারীদের ইন্টারনেট ব্যবহারের হার ৪৫ দশমিক ৬৯ শতাংশ। প্রতীকী ছবি

মৌলভীবাজার জেলার মোট জনসংখ্যা ২১ লাখের বেশি। সবশেষে শুমারী অনুযায়ী জেলার মোট জনসংখ্যায় নারীর সংখ্যা পুরুষদের প্রায় এক লাখ বেশি। যদিও অবিবাহিতের তালিকায় বেশি পুরুষের সংখ্যা। শুমারীর প্রতিবেদন অনুযায়ী জেলায় মোবাইল ইন্টারনেট ব্যবহারেও পুরুষদের চেয়ে নারীদের হার অনেক বেশি। 

মৌলভীবাজার জেলায় নিজস্ব মোবাইল ব্যবহারকারী পুরুষের হার ৭৮.৬৯ শতাংশ। বিপরীতে জেলার ৪৮.৫২ শতাংশ নারী নিজস্ব মোবাইল ব্যবহারের সুযোগ পান। যদিও, ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে জেলায় এগিয়ে নারীরা। জেলার ৪৫.৬৯ শতাংশ নারী ইন্টারনেট ব্যবহার করেন। অন্যদিকে, জেলার মাত্র ২৮.২৮ শতাংশ পুরুষ ইন্টারনেট ব্যবহারের সাথে যুক্ত। 

বিবিএস- এর জনশুমারি ও গৃহগণনা প্রকল্প ২০২১ এর এই রিপোর্টে ১৪ বছর ও তদূর্ধ্ব বয়সী নারী ও পুরুষদের হিসেবে ধরা হয়েছে। 

মৌলভীবাজারের জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর জেলা রিপোর্টের তথ্য অনুযায়ী জেলায় ইন্টারনেট ব্যবহারকারী মোট জনসংখ্যার ৩৬ দশমিক ৩৯ শতাংশ। আর মোট ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে পুরুষের হার ২৮ দশমিক ২৮ শতাংশ, নারী ৪৫ দশমিক ৬৯ শতাংশ। 

এছাড়াও, বেকার, অদক্ষ ও শিক্ষার বাইরে রয়েছেন জেলার মোট জনসংখ্যার ৩৬ দশমিক ৩৬ শতাংশ। অর্থাৎ, জেলার এক তৃতীয়াংশের বেশি মানুষ এখনো অদক্ষ, বেকার এবং শিক্ষার বাইরে রয়েছেন। এদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি।

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়