Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৭, ১৩ জুলাই ২০২৪

শেরপুরে ১০০০ বন্যার্তের মাঝে ত্রাণ বিতরণ

প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। 

প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। 

মৌলভীবাজারের শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর উদ্যোগে ১০০০ বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। 

শনিবার (১৩ জুলাই) দুপুরে শেরপুর আজাদ বখত স্কুলে এক আয়োজনের মধ্য দিয়ে এসব ত্রাণ বিতরণ করা হয়। 

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। 

এছাড়াও, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক সংসদ সদস্য নেছার আহমদ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ সাজিদ উদ্দিন কামরান। সঞ্চালনা করেন সহকারী কোষাধ্যক্ষ শাহ তফজ্জুল হক।

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকারের পাশাপাশি প্রবাসী ও ধন্যাঢ্যদের এগিয়ে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে এসময় শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়