Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৯, ১৫ জুলাই ২০২৪

ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের নতুন কমিটি গঠন 

মৌলভীবাজার ছাত্র ইউনিয়নের নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।

মৌলভীবাজার ছাত্র ইউনিয়নের নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।

"সাম্প্রদায়িকতা ও বাণিজ্যিকীকরণ থেকে শিক্ষা ও সংস্কৃতি রক্ষা কর" স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের ৩০তম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে ছাত ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। 

গত শনিবার (১৩ জুলাই) সকাল ১০টায় মৌলভীবাজার পৌর মিলনায়তন কেন্দ্রে অধিবেশন শুরু হয়। অধিবেশনের উদ্বোধন করেন রাজনগর উপজেলা কমিউনিস্ট পার্টির সদস্য আব্দুর রাজ্জাক। 

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি এস এম শুভ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের বর্তমান সভাপতি রাগীব নাঈম। 

৩০ তম কাউন্সিল অধিবেশনের জ্যোতিষ মোহন্তকে সভাপতি,  অভিজিৎ শর্মাকে সাধারণ সম্পাদক এবং মো. আরিফুল হক জনিকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। 

অধিবেশন শেষে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি রাগীব নাঈম।

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়