নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:২২, ১৫ জুলাই ২০২৪
শ্রীমঙ্গলে ঝুকিপূর্ণ ভবনটি ভেঙে ফেলা হল
ঝুকিপূর্ণ ভবনটি এক্সকেভেটর দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। ছবি: সংগৃহীত
শ্রীমঙ্গল পৌরসভার নতুন বাজারের চাল-বাজারের পরিত্যক্ত ঘোষণা করা জরাজীর্ণ ভবনটি ভেঙে ফেলা হয়েছে। আজ (১৫ জুলাই) সোমবার দুপুরে এক্সকেভেটর দিয়ে মার্কেটটি গুড়িয়ে দেয় পৌরসভা কর্তৃপক্ষ।
এর আগে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে পৌর কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এ ভবনটি থেকে ব্যবসায়ীদের সরিয়ে নেয়। ঝুঁকিপূর্ণ এ ভবনটিতে খোলা বাজার ছিল। যেখানে চাল, আলু, ডিম, চিড়া, মুড়ি, খই খুচরা বিক্রি করতেন ব্যবসায়ীরা।
জানা যায়, ঝুকিপূর্ণ এই ভবনের ছাদ, কলাম, বীমসহ বিভিন্ন অংশে ছোট-বড় ফাঁটল দেখা দিয়েছিল। ছাদের বেশিরভাগ অংশের আস্তরণ খুলে বেড়িয়ে এসেছিল রড। অত্যন্ত ঝুকিপূর্ণ অবস্থায় থাকা সত্বেও ব্যবসা করার জন্য জীবনের ঝুকি নিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।
ভেঙে ফেলা মার্কেটের ব্যবসায়ীরা জানান, দীর্ঘ ৩০ বছর থেকে এখানে ব্যবসা করে আসছেন। ঝুঁকিপূর্ণ এই মার্কেটটি পৌরসভা থেকে কোন নোটিশ না দেয়ায় বিকল্প কোথায় ব্যবসা করবেন ভেবে পাচ্ছেন না। তবে পৌরসভা থেকে বিগত কয়েক বছর থেকে ঝুঁকিপূর্ণ এই মার্কেটটি ভেঙে ফেলার উদ্যোগ নেয়া হলেও স্থানীয় ব্যবসায়ীদের বাঁধার মুখে বারবার আটকে যায়।
শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, ‘বাজারের ছাদ অনেক জায়গায় ভেঙে গিয়েছিলো, পলেস্টার ফেটে ফেটে পড়ছিলো। আমরা ব্যবসায়ীদের অনেক অনুরোধ করেছিলাম এখান থেকে সরে যাওয়ার জন্য। অনেক বার নোটিশ পাঠিয়েও তাদের সরানো যায়নি। এখানের ব্যবসায়ীদের সাথে আমরা কয়েক দফা বৈঠক করেছি। তাদের এক কথাই ছিলো, এই জায়গা তারা ছাড়বে না।’
মি. জহিরুল আরো বলেন, ‘এটি ঝুঁকিপুর্ণ থাকায় আমরা জেলা প্রশাসকের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করি। পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয় গত ২৪ মার্চ এই বাজারের ভবনকে পরিত্যক্ত ঘোষণা করে৷ এরই প্রেক্ষিতে আমরা মানুষের জানমাল রক্ষার্থে আমরা আজ পৌরসভার পক্ষ থেকে এই ভবনটি ভেঙে ফেলার কাজ শুরু করি। এখানে নতুন করে আধুনিক মার্কেট নিমার্ণ করা হবে।’
আই নিউজ/আরএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’