Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৪, ১৫ জুলাই ২০২৪

সংবাদ সম্মেলনে অভিযোগ

কমলগঞ্জের ভানুবিলে প্রতিপক্ষের হু/মকি/তে প্রবাসী পরিবার

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী প্রবাসীর ছেলে হাফেজ আকিব আলী। ছবি- আই নিউজ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী প্রবাসীর ছেলে হাফেজ আকিব আলী। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুবিল গ্রামে প্রতিপক্ষের হা/মলা ও প্রা/ণ না/শের হুম/কিতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে এক প্রবাসী পরিবার। সোমবার সংবাদ সম্মেলন করে এমন কথা জানিয়েছেন প্রবাসী রকিব মিয়ার ছেলে মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ ক্বারী আকিব আলী। 

সোমবার (১৫ জুলাই) উপজেলার আদমপুর বাজারে মধ্যপ্রাচ্য প্রবাসী রকিব মিয়ার ছেলে আকিব আলী এ সংবাদ সম্মেলন করেন। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্বারী আকিব আলী চাচা রফিক মিয়া, চাচাতো ভাই আব্দুস সালাম।

লিখিত বক্তব্যে আকিব আলী বলেন, ইসলামপুর ইউনিয়নের ছয়ঘরি গ্রামের দুরুদ মিয়ার ছেলে জিহাদ মিয়াসহ কয়েকজন গত ১৪ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় আদমপুর বাজার দক্ষিণ চৌমুহনীতে আমাকে একা পেয়ে অতর্কি/ত হা/মলা করে। এ সময় আমার চিৎকার শুনে ডালিম মিয়া, নযন বণিক, তোফাজ্জল মিয়া এগিয়ে আসলে তাদের উপরও হা/মলা করে তারা। সকলেই আহ/ত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।

আকিব আলী, রফিক মিয়া, আতিক মিয়া, সালাম মিয়া প্রমুখ জানান, ঘটনার কিছুদিন পর আদমপুর ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে মারাত্মক আহ/তদের চিকিৎসা ব্যয় বাবদ ৫০ হাজার টাকা আহতদের প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একটি আপোষ নিষ্পত্তি হয়। কিন্তু, সালিসি সিদ্ধান্ত অমান্য করে এখন পর্যন্ত কোন টাকা দেওয়া হয়নি। উপরন্ত্‌ আমাদের প্রকাশ্যে গালিগালাজ ও প্রাণনাশের হুম/কি দিচ্ছেন। গত ২৫ জুন বিকাল সাড়ে ৪টায় আদমপুর বাজার রায়হান মিয়ার দোকানের সামনে মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ ক্বারী আকিব আলীকে একা পেয়ে আসামিপক্ষ আবারও গা/লিগা/লাজ করে সালিশি টাকা চাইতে গেলে হ/ত্যা করে লা/শ গু/ম করে ফেলার হুম/কি দেন।

এ ব্যাপারে মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ ক্বারী আকিব আলী আরো বলেন, আমি প্রবাসীর সন্তান এসব চিহ্নিত বখাটে স/ন্ত্রাসীদের অব্যাহত হু/মকি ও হামলার আশংকায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। 

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়