Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২:১৪, ১৮ জুলাই ২০২৪

নাশ*কতার অভিযোগে মৌলভীবাজারে জেলা জামাতের আমির গ্রেফতার

জেলা জামায়েত ইসলামের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী। ছবি- আই নিউজ

জেলা জামায়েত ইসলামের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী। ছবি- আই নিউজ

মৌলভীবাজার জেলা জামায়েত ইসলামের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৭ই জুলাই) মধ্যরাতে মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকা থেকে তাকে আটক করা হয়। 

মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল জানান, দেশব্যাপী চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছিল জামাতের নেতৃবৃন্দ। তারা সম্প্রতি ভারতের সাথে বাংলাদেশ সরকারের বিভিন্ন চুক্তি বাতিলের দাবির অজুহাতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদের ক্ষতিসাধন করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য গোপন বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা জামাতের আমিরকে গ্রেফতার করা হয়। 

এ ঘটনায় আটককৃত ব্যক্তিসহ কয়েকজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতার আসামিকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়