মৌলভীবাজার প্রতিনিধি
কুলাউড়ার শরীপপুরে এক মাসে ১৯টি গরু চু/রি, আটক ২
আটক গরু চোর জাকার মিয়া (৪০)। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের গ্রামাঞ্চলে সম্প্রতি গবাদি পশু চুরি বৃদ্ধি পেয়েছে। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়ন থেকে এক মাসে ১৯টি গরু চুরির অভিযোগ উঠেছে। গরু চুরি করে পিকআপ ও প্রাইভেট কারে পাচারের পর এবার চুরি গরু জবাই করে বস্তায় মাংস পাচারকালে পুলিশ গরু চোরসহ ২ জনকে আটক করেছে।
বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় সিএনজি অটোরিকশায় বস্তা ভরা গরুর মাংস পাচারকালে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যর সিএনজি অটোরিকশাসহ গরু চোর ও সিএনজি অটোরিকশা চালককে আটক করেছে।
আটক গরু চোর শরীফপুর ইউনিয়নের মৃত উমর মিয়ার ছেলে জাকার মিয়া (৪০) ও সে পেশায় সিএনজি অটোরিকশা চালক আজ্জাল মিয়া।
শরীফপুর ইউনিয়নের সদস্য আজিজুল হক দুরুদ, হারুন মিয়া ও সিদ্দেক মিয়া অভিযোগ করে বলেন, জুন মাসের ২য় সপ্তাহ থেকে এ ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষক পরিবার ও চা শ্রমিক পরিবারের ১৯ গরু চুরি হয়েছে। সাধারণত গরুচোর চক্র গরু চুরি করে পিক-আপে ও প্রাইভেট কারের পিছনের আসনে করি দ্রুত নিয়ে যায়। এ চক্র গত ১৬ জুলাই মঙ্গলবার রাতে সন্জরপুর গ্রামের বাছিত মিয়ার একটি ও চাতলাপুর চা বাগানের শৈলেন রায়ের একটি গরু চুরি করে নেয়। পরদিন ভোরে এ সকালে এ দুটি গরু জবাই করে সন্ধ্যায় বস্তায় ভরে মাংস পাচারকালে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা সন্দেহজনক ভাবে একটি সিএনজি অটোরিকশা গতিরোধ করে। এসময় তল্লাশিকালে বস্তায় জবাই করা গরুর মাংস উদ্ধার করে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে জব্দ করা হয়।
ইউপি সদস্য আজিজুল হক দুরুদ ও হারুন মিয়া বলেন চুরির ও জবাই করার ঘটনাস্থল শরীফপুর ইউনিয়ন হওয়ায় পুলিশ কুলাউড়া থানায় মামলা করতে বলেন। তারা কুলাউড়া থানায় গেলেও থানা কর্তৃপক্ষ সিএনজি অটোরিকশা আটকস্থল কমলগঞ্জ থানাধীন তাই কমলগঞ্জ থানায় মামলা করতে বলেন। কমলগঞ্জ থানায় গেলে গরু চুরি ও জবাই স্থল কুলাউড়া থানাধীন বলে কুলাউড়া থানায় মামলা করতে বলে। এভাবে বুধবার রাতে চলে দুই থানার ঠেলাঠেলি। অবশেষে বৃহস্পতিবার দুপুরে আটক গরু চোর ও সিএনজি অটোরিকশা চালককে কুলাউড়া থানায় প্রেরণ করা হয়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক শামীম আকন্জী গরু চুরি বৃদ্ধি ও চুরি করে গরু জবাই করে মাংস পাচারকালে সিএনজি অটোরিকশাসহ ২ জনকে আটকের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, চুরির ঘটনা ও জবাই করার স্থল কুলাউড়া থানাধীন বলে আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে কুলাউড়া থানায় প্রেরণ করা হয়েছে। এখন গরুর মালিকরা সেখানে গিয়ে মামলা করতে হবে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’