Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:১২, ১৮ জুলাই ২০২৪
আপডেট: ২০:৫৭, ১৮ জুলাই ২০২৪

মৌলভীবাজারে দিনভর ধা*ও*য়া পা*ল্টা ধা*ওয়া, ছাত্রলীগ কর্মীর মাথায় র*ক্ত*ক্ষ*র*ণ

মৌলভীবাজার সদরের শেরপুরে কোটা বিরোধী আন্দোলনকারীদের মিছিল।  ছবি- আই নিউজ

মৌলভীবাজার সদরের শেরপুরে কোটা বিরোধী আন্দোলনকারীদের মিছিল। ছবি- আই নিউজ

দিনভর ধা*ও*য়া পা*ল্টা ধা*ওয়া*র মধ্য দিয়ে বৃহস্পতিবার (১৮ জুলাই) মৌলভীবাজারে কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শা*ট*ডা*উ*ন কর্মসূচি পালিত হয়েছে। আন্দোলনকারীদের সাথে সং*ঘ*র্ষে এক ছাত্রলীগ কর্মী গুরুতর আ*হ*ত হয়েছে। ওই ছাত্রলীগ কর্মীর মাথায় র*ক্ত*ক্ষ*র*ণ হয়েছে। তাকে সিলেটে স্থানান্তর করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে- পুলিশ দুই আন্দোলনকারীকে আটক করেছে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাঠে সক্রিয় ছিলো। তবে বড় স*হিং*স*তা ছাড়াই দিনটি পার করে মৌলভীবাজার শহর।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে সারাদেশের মতো মৌলভীবাজারে কোটা সংস্কার আন্দোলনকারীরা শা*ট*ডা*উ*ন কর্মসূচির ডাক দেয়। অপরদিকে আন্দোলনকারীদের স*হিং*সা ঠেকানোর ডাক দেয় ছাত্রলীগ। সেন্ট্রাল রোডে অবস্থান নেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মুক্তিযোদ্ধার প্রতিবাদ সমাবেশ করেন। 

সরেজমিনে দেখা যায় সরকারি কলেজ, কোর্ট এলাকা, প্রেসক্লাব মোড়, শাহমোস্তফা রোড, চৌমোহনা এলাকাসহ বিভিন্ন পয়েন্টে ছাত্রলীগ ও আন্দোলনকারীরা অবস্থান নেয়। ঘটে ধা*ও*য়া পা*ল্টা ধা*ওয়া*র ঘটনা। 

ছাত্রলীগ নেতা তানভির আহমদ শিপু জানান- মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে আন্দোলনকারীদের স*হিংসতা ঠেকাতে কাজ করে ছাত্রলীগ কর্মীরা । এসময় নারী আন্দোলনকারীরা ছাত্রলীগ কর্মীদের মা*রা*র চেষ্টা করে। তখন পেছন থেকে এক আন্দোলনকারী জিৎ দেব নামে ছাত্রলীগ কর্মীর মাথায় আ*ঘা*ত করে। তখন সে মাটিতে লু*টি*য়ে পড়ে। সাথে সাথে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া  হয়। 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচীপ)-এর মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম আই নিউজকে বলেন, ওই ছাত্রের সিটিস্ক্যান করা হয়েছে। তার মাথায় র*ক্ত*ক্ষ*র*ণ হয়েছে। সে মা*রা*ত্ম*ক ঝুঁ*কি*র মধ্যে রয়েছে। তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। 

তানভির আহমদ শিপু জানান- জিৎ-এর অবস্থা খুবই খা*রা*প। রাতে তার মাথায় অপারেশন হবে। 

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হোসেন ওয়াহিদ সৈকত জানান- আন্দোলনকারীদের হামলায় আহত হয়েছেন ছাত্রলীগ কর্মী সৌরভ, ওয়ালিদ, জিৎ, নিলয়, নাহিন ও মাসফি।

এদিকে কোটা আন্দোলনকারীরা ফেসবুক গ্রুপে পোস্ট দিয়ে জানিয়েছে- তাদের ৮-১০ জন আহত হয়েছে। কোটা আন্দেলনকারীদের অভিযোগ ছাত্রলীগ কর্মীরা প্রেসক্লাব মোড়সহ বিভিন্ন পয়েন্টে সাধারণ মানুষকে হ*য়*রা*নি করেছে। রিকশা-টমটম থেকে নামিয়ে মা*র*ধ*র করেছে। মেয়েদের হাতের ব্যাগ খু*লে চে*ক ক*রে*ছে। আন্দোলনকারীদের মা*র*ধ*র করেছে।

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়