মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৯:৫৩, ১ আগস্ট ২০২৪
মৌলভীবাজারে জামায়াত-শিবিরের মতো সন্ত্রাসীদের ঠাঁই হবে না: জিল্লুর রহমান এমপি
শোকাবস আগস্ট উপলক্ষে মৌলভীবাজারে শোক মিছিল। ছবি- আই নিউজ
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী জামায়াত-শিবিরের চালানো তাণ্ডবের নিন্দা জানিয়েছেন মৌলভীবাজার-৩ আসনে সাংসদ মো. জিল্লুর রহমান। তিনি নাশ/কতাকারীদের সতর্ক করে বলেছেন, এই মৌলভীবাজারে জামায়াত-শিবিরের মতো সন্ত্রাসীদের ঠাই হবে না।
বৃহস্পতিবার (০১ আগস্ট) শোকাবহ আগস্ট শুরু উপলক্ষে আয়োজিত শোক মিছিলে যোগ দিয়ে এসব কথা বলেন এমপি জিল্লুর রহমান। শোক মিছিলে নেতৃত্ব দেন এমপি মো. জিল্লুর রহমান।
শোকাবর আগস্ট উপলক্ষে শোক মিছিলটি শুরু হয়ে শহরের বেরীরপাড় পয়েন্ট থেকে। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে এসে কুসুমবাগ পয়েন্টে তা শেষ। এসময় এক সংক্ষিপ্ত পথ সভার আয়োজন করা।
পথভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি জিল্লুর রহমান শুরুতেই শোকের মাস আগস্টে জাতির পিতা ও তার পরিবারকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। পরে তিনি সাম্প্রতিক ইস্যু নিয়ে নানান কথা বলেন।
এমপি জিল্লুর রহমান এসময় জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরকে নিষিদ্ধ করায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বলেন— এই ছাত্র আন্দোলনের মধ্যে ছাত্র শিবির-জামাত প্রবেশ করে সাধারণ মানুষ আর শিক্ষার্থীদেরকে হতাহত করছে। দেশের সম্পদ মেট্ররেল-বিটিভিতে এরা হা/মলা চালিয়েছে। এরা চায় নাশকতা। তাই এদের বিরুদ্ধে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।
জিল্লুর রহমান জামায়াত-শিবিরের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন— যারা এদেশের মানুষের ভালো চায় না, এদেশের মানুষের উন্নতি চায় না। মেহনতি মানুষের উন্নতি এদের ঠাঁই এই বাংলাদেশে হবে না।
এই বাংলাদেশে থাকবে সাধারণ মানুষ। এখানে থাকবে বাংলাদেশ আওয়ামী লীগ। এই দেশে যারা জামায়াত-শিবিরের মতো সন্ত্রাসী কার্যক্রম করে তাদের জায়গা দেওয়া হবে না। এই মৌলভীবাজারের জামায়াত-শিবিরের মতো সন্ত্রাসীদের ঠাই হবে না
এসময় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী সকল আওয়ামী লীগের নেতাকর্মীতে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।
এদিন শোক মিছিলে আরও উপস্থিত ছিলেন— জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী টোখন, গিয়াসনগর ইউপি চেয়ারম্যান গোলাম টিটু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকারিয়া আহমদ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হোসেন ওয়াহিদ মোহাম্মদ সৈকতসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’