মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২৩:১৭, ১০ আগস্ট ২০২৪
মৌলভীবাজারের আইনশৃংখলা স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর মতবিনিময়
মৌলভীবাজারের আইনশৃংখলা স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময়। ছবি: আই নিউজ
‘মৌলভীবাজারের আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে সেনাবাহিনী, রয়েছে সার্বক্ষণিক টহল। এই অঞ্চলের জনগণ শান্তিপ্রিয় হওয়ায় পরিস্থিতি অনেকটা ভালো।’
সহিংসতা ও অপরাধ দমনে সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির এবং জনগণের জানমাল রক্ষায় সেনাবাহিনী সার্বক্ষণিকভাবে নজর রাখছে।
আজ শনিবার (১০ আগস্ট) বিকেলে এম সাইফুর রহমান জেলা স্টেডিয়ামে মেজর মোহাম্মদ মীর হোসেন সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। মৌলভীবাজারের সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
তিনি গুজব না ছড়াতে, শান্তি বজায় রাখতে জেলার সকল নাগরিকদের প্রতি আহবান জানান।
সভায় সাংবাদিকরা বলেন, বাজারে সিন্ডিকেট ভাঙতে হবে। অনেকে সাদা কাপড় পরে অনিয়ম-দুর্নীতি করছে। তাদের আইনের আওতায় আনতে হবে। বাজার মনিটরিং বাড়াতে হবে।
মতবিনিময় সভায় মেজর মোহাম্মদ মীর হোসেন সাংবাদিকদের বলেন, সহিংসতা ও অপরাধ দমনে সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির এবং জনগণের জানমাল রক্ষায় সেনাবাহিনী সার্বক্ষণিকভাবে নজর রাখছে।
তিনি বলেন এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে অনেকে জায়গা-জমির পুরনো সমস্যা নিয়েও আসছে। সেগুলোও আমরা সমাধান করছি। এদিকে থানা পুলিশ আবার কাজে ফিরতে শুরু করেছে। পরিস্থিতি সব আরো স্বাভাবিক হবে বলে আমরা আশা করি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এবং চ্যানেল আই ও দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি এম এ সালাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এস এ টিভির জেলা প্রতিনিধি পান্না দত্ত, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং এনটিভি ও দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি এস এম উমেদ আলী, দৈনিক জনকণ্ঠ ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, দৈনিক বাংলার দিনের সম্পাদক বকশী ইকবাল আহমদ, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি আজাদুর রহমান আজাদ, ইমজার সভাপতি ও মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি তমাল ফেরদৌস, বিটিভি ও নিউ এজের জেলা প্রতিনিধি এবং আই নিউজের সম্পাদক হাসানাত কামাল, মৌমাছি কন্ঠের সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান রাহেল, ইমজার সাধারণ সম্পাদক ও যমুনটা টিভির জেলা প্রতিনিধি আহমদ আফরোজ, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ্দিন, এখন টিভির প্রতিনিধি এম এ হামিদ, মৌমাছি কণ্ঠের নির্বাহী সম্পাদক শাহজাহান আহমদ, এস এ টিভি প্রতিনিধি এম এ হামিদ, যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমদ প্রমুখ।
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’