Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৩, ১২ আগস্ট ২০২৪

মৌলভীবাজারে যুব দিবসে প্রশিক্ষণ ভাতা ও সনদ প্রদান

অনুষ্ঠানে প্রশিক্ষণর্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়। ছবি- আই নিউজ

অনুষ্ঠানে প্রশিক্ষণর্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়। ছবি- আই নিউজ

'খাদ্য ব্যবস্থার রূপান্তর: মানুষের জন্য যুব উদ্ভাবন' এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। এদিন প্রশিক্ষণর্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়।

সোমবার (১২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়। 

জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ইকবাল নাছিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুস সালাম চৌধুরী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক  ফরহান নূর, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রশিক্ষণর্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়।  এ সময় ইয়ুথ কিচেনের ২৫ জন প্রশিক্ষণর্থীদের মাঝে ২ হাজার ২শত টাকা করে দেওয়া হয়। 

এছাড়া ইংলিশ কোর্সের ২০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ৪৪০০ টাকা বিতরণ করা হয়। তাদের সকলের  হাতেহ সনদপত্র তুলে দেওয়া হয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়