Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:৩৩, ১২ আগস্ট ২০২৪

চাতলা চেকপোস্টে ডিউটিতে নেমেছে পুলিশ

কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন। ফাইল ছবি

কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন। ফাইল ছবি

সাবেক সরকারের পতনের পর থেকে বিগত ৭ দিন বন্ধ ছিল কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে আমদানি-রপ্তানির কাজ। পুলিশ সদস্যদের দাবী মানার আশ্বাসে দায়িত্বে ফিরেছেন পুলিশ সদস্যরা। ফলে সোমবার (১২ আগস্ট) সকাল থেকে চাতলাপুর চেকপোস্ট দিয়ে ভারতে যাত্রী যাতায়াত শুরু হয়েছে। 

পুলিশ সদস্য নিহ*ত, থানায় হামলা ভাঙচুর ঘটনার প্রতিবাদে ও বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে গত ৫ আগস্ট বিকাল থেকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চেকপোস্টে ইমিগ্রেশন পুলিশ সকল কার্যক্রম বন্ধ রাখে। ইমিগ্রেশন পুলিশ দায়িত্ব পালন না করায় চাতলাপুর চেকপোস্ট দিয়ে গত ৭দিন ধরে ভারতে যাত্রী যাতায়াত বন্ধ ছিল। পুলিশ এ্যাসোসিশনের পক্ষে করা দাবী অন্তবর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট বিভাগ মেনে নেওয়ার আশ্বাসে সোমবার সকাল থেকে চাতলাপুর চেকপোস্টের ইমিগ্রেশন পুলিশ দায়িত্ব পালন শুরু করেছে।

চাতলাপুর চেকপোস্ট সূত্রে জানা যায়, আপাতত ভারতে চিকিৎসার জন্য প্রাপ্ত ভিসাধারী ও বাংলাদেশে আটকা পড়া ভারতীয়রা যেতে পারছেন। আপাতত ভ্রমণ ভিসাধারীরা যাতায়াত করতে পারছেন না।

চাতলাপুর চেকপোস্টের কর্মকর্তা এএসআই আলমগীর হোসেন বলেন, এক সপ্তাহ পর সোমবার থেকে এ পথে ভারতে চিকিৎসা ভিসাধারী ও বাংলাদেশে আটকা পড়া ভারতীয়রা এ চেকপোস্ট দিয়ে ভারত যেতে পারছেন। সার্ভার সম্পূর্ণভাবে ভালো হলে ২/১ দিন পর ভ্রমণ ভিসাধারীরাও যেতে পারবেন।’

উল্লেখ্য, কোটা সংস্কার ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে দেশ ত্যাগের পর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে আমদানি রপ্তানি বন্ধ ছিল।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়