Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪৪, ১৩ আগস্ট ২০২৪

মৌলভীবাজারেও দায়িত্বে ফিরলো ট্রাফিক পুলিশ 

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জের ধরে সরকার পতনের পর থেকে কার্যত বন্ধ ছিল মৌলভীবাজারে ট্রাফিক পুলিশিং কার্যক্রম। এরপর গত কয়েকদিন ধরে শিক্ষার্থীরাই সড়কের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আসছে। তবে, পুলিশের নানা দাবি মানার শর্তে সারাদেশেই দায়িত্বে ফিরতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। সে ধারাবাহিকতায় মঙ্গলবার থেকে মাঠে দায়িত্বে নেমেছেন মৌলভীবাজারের ট্রাফিক পুলিশ সদস্যরা।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল থেকে সড়কে দায়িত্বে দেখা গেছে ট্রাফিক পুলিশ সদস্যদের। এসময় দায়িত্ব শুরুর পূর্বে স্কাউটস, বিএনসিসি ও সাধারণ শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশদের কর্মে ফেরার জন্য স্বাগত জানান। 

এর আগে গত ৫ আগস্ট এক দফা দাবিতে ছাত্র-জনতার আন্দোলনের সময় থেকে কাজ বন্ধ করে দেন ট্রাফিক পুলিশরা। ওইদিন আন্দোলনের সময় উত্তেজিত ছাত্র-জনতা চৌমোহনাস্থ ট্রাফিক পুলিশ বক্সে ব্যাপক ভাংচুর চালান। এতে পুলিশ বক্সটি একেবারেই ব্যবহারের অনুপোযোগী হয়ে ওঠে। এরপর থেকেই ডিউটিতে ফিরছিলেন না ট্রাফিক পুলিশরা। 

এদিকে মৌলভীবাজার সদর মডেল থানায়ও প্রচুর ভাংচুর চালান উত্তেজিত আন্দোলনকারীরা। যদিও পরে নতুন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে এবং পুলিশের দাবি মেনে নেওয়ার আশ্বাসে দায়িত্ব পালনে মাঠে নেমেছে পুলিশ। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়