আই নিউজ প্রতিবেদক
আপডেট: ১৬:৫২, ১৫ আগস্ট ২০২৪
মৌলভীবাজারে ১৫৫ জন আ. লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
আওয়ামী লীগের দুই এমপি জিল্লুর রহমান ও নেছার আহমেদ। ফাইল ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হা/মলা, সহিংসতা ও উসকানির অভিযোগে মৌলভীবাজার সদরে ১৫৫ জন আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) রাতে এসব মামলা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজারের সমন্বয়ক আব্দুল কাদির তালুকদার বাদী হয়ে মামলাটি করেন।
মৌলভীবাজার সদর মডেল থানার ওসি কেএম নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজহারে আসামী করা হয়েছে—
১। ফজলুর রহমান (৫৫) (বর্তমান মেয়র, মৌলভীবাজার পৌরসভা), ২। জিল্লুর রহমান (৪৫) (সাবেক সংসদ সদস্য ০৩ আসন), ৩। নেছার আহমেদ (৬৫) (সভাপতি জেলা আওয়ামীলিগ), ৪। কামাল হোসেন (৫৩) (বর্তমান মৌলভীবাজার সদর উপজেলার চেয়ারম্যান ও যুগ্ম সাধারন সম্পাদক জেলা আওয়ামীলিগ), ৫। মিছবাহুর রহমান (৬০) (জেলা পরিষদ চেয়ারম্যান ও সাধারন সম্পাদক জেলা আওয়ামীলিগ), ৬। সৈয়দ রেজাউর রহমান সুমন (৫০) (সভাপতি জেলা যুবলীগ), ৭। জালাল আহমেদ (৬০) (কাউন্সিলর), ৮। সৈয়দ সেলিম হক (৫২) (কাউন্সিলর ও সাধারন সম্পাদক জেলা যুবলীগ), ৯। এড. রাধাপদ দেব সজল (৫৫) (সাংগঠনিক সম্পাদক জেলা আওয়ামীলিগ), ১০। শেখ রুমেল আহমেদ (৪৩), ১১। মিলন বকত (৬০) (চেয়ারম্যান, মনসুরনগর ইউ.পি), ১২। আবু সুফিয়ান (৫৫) (চেয়ারম্যান, একাটুনা ইউ.পি), ১৩। মসুদুর রহমান মসুদ (৪৫), ১৪। আমিরুল ইসলাম চৌধুরী আমীন (৩২) (সাবেক সভাপতি জেলা ছাত্রলীগ), ১৫। গৌছ উদ্দিন নিৱন (৪০), ১৬। শিমুল চৌধুরী (৩৫), ১৭। আনিসুল চৌধুরী তুষার (৩৩), ১৮। শেখ সামান (৩২), ১৯। শাহজাহান খান (৪৫) (উপজেলা চেয়ারম্যান, রাজনগর), ২০। গোলাম মোশারফ টিটু (৩৮) (চেয়ারম্যান, ১২নং গিয়াসনগর ইউ.পি), ২১। আকতার উদ্দিন (৩৩) (চেয়ারম্যান, ৭নং চাঁদনীঘাট ইউ.পি), ২২। এড. জুনেদ আহমেদ (৩৬), ২৩। মোঃ জাকারিয়া (৪০) (সভাপতি সাবেক জেলা ছাত্রলীগ), ২৪। সাইফুর রহমান রনি (৩৭), ২৫। সুজিত দাস (৪৩) (চেয়ারম্যান ৯ নং আমতৈল ইউ.পি), ২৬। পার্থ সারথী পাল (৪৫), ২৭। দিলু মিয়া (৪০), ২৮। সাইদুর রহমান সুজাত (৪৫) (সভাপতি উপজেলা ছাত্রলীগ), ২৯। আকাশ জুয়েল (৩০) (সাধারন সম্পাদক উপজেলা ছাত্রলীগ), ৩০। ভানুলাল রায় (৫৫) (উপজেলা চেয়ারম্যান, শ্রীমঙ্গল), ৩১। মিলাদ মিয়া (৪০), ৩২। রাজু দেব রিটন (৩৫) (ভাইস চেয়ারম্যান, শ্রীমঙ্গল উপজেলা), ৩৩। শাহ নেওয়াজ (৪০), ৩৪। মারুফ আহমেদ উরুপে কানা মারুফ (৩৫), ৩৫। হাসনাত বরকত (৩০), ৩৬। আলী আশরাফ মান্না (৩৫), ৩৭। জাহেদুল ইসলাম মনু (৪০), ৩৮। মাহমুদ ইয়াছিন (২৫), ৩৯। মোহাম্মদ আলী শাহান (৩০), ৪০। রাহাত আহমেদ (২৬), ৪১। তানিম আহমেদ (২৩), ৪২। জোবায়ের আহমেদ জুবের (৪৫), ৪৩। সুমন আহমেদ (২৫), ৪৪। হাসান আহমেদ (৩২), ৪৫। সিদ্দিকুর রহমান ভুট্টো (৪০), ৪৬। অমিত রায় (৩০) (সহ সভাপতি জেলা ছাত্রলীগ), ৪৭। তাজুল আহাদ (২৬), ৪৮। সুয়েব আহমেদ (২৩), ৪৯। আব্দুল রউফ (এবি রউফ) (৩০), ৫০। টিপু খান (৪৫) (চেয়ারম্যান, টেংরা বাজার ইউ.পি), ৫১। শামিম হোসেন (৩৮) (মেম্বার লামুয়া মনসুরনগর ইউনিয়ন পরিষদ), ৫২। ফরহাদ আহমেদ (৩০), ৫৩। রিয়াজ খান (২৯), ৫৪। মো: আলী টিপু (৩৭), ৫৫। মোহন মিয়া (৩৫), ৫৬। তানভীর শিপু (৩১), ৫৭। আবিদুর রহমান (৩১), ৫৮। হেলাল আহমেদ (ফেলাই) (২৭), ৫৯। রুপসান মিয়া (৩২), ৬০। মিটুন মিয়া (৪০), ৬১। ইশতিয়াক আহমেদ প্রকাশ (২৬), ৬২। নাজমুল আহমেদ নজই (৩০), ৬৩। রুমেল মিয়া (৩০), ৬৪। হাছিবুল ইসলাম নিলয় (২৭), ৬৫। মনোয়ার রাজ (২৫), ৬৬। মনাই মিয়া (মেম্বার) (৪৫), ৬৭। সৈকত শাহ (২৫), ৬৮। আজাদ মিয়া (৪০), ৬৯। হোসাইন মো: সৈকত (৩৮) (যুগ্ম সম্পাদক, জেলা যুবলীগ), ৭০। সাদমান সাকিব চৌধুরী (৩৮), ৭১। রুবেল আহমেদ (৩২) (সভাপতি রাজনগর উপজেলা ছাত্রলীগ), ৭২। ছমরু মিয়া (৪৫), ৭৩। জাকির মিয়া (২৫), ৭৪। আব্দুস সামাদ আজাদ (২৫), ৭৫। রফিকুল ইসলাম (৩২), ৭৬। রাসেল শানুর (৩৫), ৭৭। রুবেল মিয়া (৩০), ৭৮। রাফসান মিয়া (২৫), ৭৯। আমিনুল ইসলাম (৩০), ৮০। শাহিন আহমেদ (৪০), ৮১। আখি (৩০), ৮২। শাহ আলম (৩৫), ৮৩। রুবেল মিয়া (৩৫), ৮৪। অসীম সুত্রধর (২৫), ৮৫। মাহিদুল ইসলাম সৌরভ (২৫), ৮৬। নাহিদ খান (২৩), ৮৭। সাজন শাহ (২৪) ৮৮। আরজু মিয়া (৩২), ৮৯। এম. এ রহিম (সি.আই.পি) (৬০), ৯০। রেমান মিয়া (২৫), ৯১। আতাউর রহমান (৪৫) (চেয়ারম্যান, কামারচাক ইউ.পি রাজনগর, মৌলভীবাজার) ৯২। সৌরভ শেখ (২৭), ৯৩। আ. কাদির ফৌজি (৩৫) (ভাইস চেয়ারম্যান, রাজনগর উপজেলা), ৯৪। জিয়াউর রহমান (৪৩) (সদস্য, জেলা পরিষদ, মৌলভীবাজার), ৯৫। সেলিম আহমেদ (৪২), ৯৬। আব্দুল্লা আল সাম্মু (৩৩), ৯৭। সালেহ আহমেন পাপ্পু (কাউন্সিলার) (৩৫), ১৮। সিতার আহমেদ (৪২), ৯৯। নেওয়াজ শরীফ আল-আমিন (২৭), ১০০। মোজাম্মেল হক রাব্বী (৪২), ১০১। নাজমুল হোসেন (২৫), ১০২। উমর শেখ (২৪), ১০৩। সাকের আহমেদ (২৫), ১০৪। মিজান মিয়া (২৮), ১০৫। লিটন দেবনাথ (২৫), ১০৬। উত্তম দাস (২৭), ১০৭। কয়েছ মিয়া (মেম্বার) (৪০), ১০৮। জাহাঙ্গির মিয়া (৩৭), ১০৯। তারেক মিয়া (৪২), ১১০। পংকজ দাস (৩২), ১১১। ইকতিয়ার আহমেদ (৩২), ১১২। জুনেদ আহমেদ (৩৫), ১১৩ রোকন মিয়া (২৪), ১১৪। জাহাঙ্গির মিয়া (২৫), ১১৫। আলামিন (২৬), ১১৬। রাজন মিয়া (৩০), ১১৭। মো মনাই মিয়া (৫৩), ১১৮। আনকার মিয়া (৫০), ১১৯। শাহেল আহমদ (৩০), ১২০। ইমাদ উদ্দিন (৩০), ১২১। মো আবিদুর রহমান (৩৫), ১২২। মো: ফাহিম (২৬), ১২৩। হেলাল আহমেদ পেলাই (৩০), ১২৪। মো: ফয়ছল মিয়া (৩৩), ১২৫। সৈয়দ নজমুল হক (৪০) (সভাপতি সেচ্চাসেবক লীগ জেলা কমিটি), ১২৬। আসাদ হোসেন মঞ্জু (৫০) (কাউন্সিলার), মৌলভীবাজার পৌরসভা), ১২৭। মুহিত মিয়া (৩০), ১২৮। অলি আহমেদ (২৮), ১২৯। আবু সুফিয়ান (৫৫) (চেয়ারম্যান, একাটুনা ইউ.পি), ১৩০। তারেক মিয়া (৩৫), ১৩১। তানজিদ মিয়া (৩০), ১৩২। রুবেল মিয়া (৩০), ১৩৩। সুমেশ দাশ যীশু (৪৫), ১৩৪। মুহিন সে মধু (৫৩) (মালিক: হাসি ক্লথ স্টোর), ১৩৫। শেখ ফখরুল ইসলাম (৩৯), ১৩৬। সাবের হোসেন (৪৫), ১৩৭। আব্বাস উদ্দিন আহমেদ (৫০), ১৩৮। মকবুল হোসেন চৌধুরী মিজান (৩৫), ১৩৯। হাসনাত বরকত (৪৫), (৪২), ১৪১। মোঃ সাকের (২৫), ১৪২। ছামি মিয়া (৩০), ১৪৩। আবুল মাছুম রনি (২৩), ১৪৪। শেখ হেলাল (২৬), ১৪৫। আলী আহমদ উরফে ছোট আলী (৩৫), ১৪৬। হায়দার আলী নয়ন (২৬), ১৪৭। রুহেল খান (৪০), ১৪৮। ফজলু আহমেদ ফজলু (৫৫), ১৪৯। জাবেদ আহমেদ (৩৫), ১৫০। জসিম আহমেদ (৩৫), ১৫১। পাবেল আহমদ (৪৭) (সভাপতি, মৌলভীবাজার শ্রমিক ইউনিয়ন), ১৫২। আজিজুল হক সেলিম (৪৬) (সা: সম্পাদক, মৌলভীবাজার শ্রমিক ইউনিয়ন), ১৫৩। আয়ূব আলী (৪৫), ১৫৪। মুহিবুর রহমান হাকিম (২৯), মৌলভীবাজার ১৫৫। শামসুল ইসলাম মেম্বার (৪০)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়- গত ৪ আগস্ট রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজারের চৌমোহনা, কোর্ট রোড, সেন্ট্রাল রোড, শমশেরনগর রোড ও চাঁদনীঘাট এলাকায় শান্তিপূর্ণভাবে আন্দোলনরত শিক্ষার্থী ও জনতার উপর হামলা চালায় অভিযুক্তরা। এসময় তাঁদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধলে অনেকেই হতাহত হন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’