মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে বিএনপির অবস্থান কর্মসূচি পালন
মেয়র মঞ্চে সমাবেশে উপস্থিত জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র থেকে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার সদরে অবস্থান কর্মসূচি পালন করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। শতাধিক নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা, মিছিলের মধ্য দিয়ে পালিত হয়েছে কর্মসূচি।
বুধবার (১৪ আগষ্ট) বিকেলে মৌলভীবাজার পৌরসভার সম্মুখে মেয়র মঞ্চে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। পরে দলীয় নেতাকর্মীদে নিয়ে মিছিল বের করে বিএনপি।
এদিন কর্মসূচিতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মৌলভীবাজার-রাজনগর ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান।
এ ছাড়াও জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করীম ময়ুন, বিএনপি সহ-সভাপতি মুয়াজ্জেম হোসেন মাতুক, জেলা বিএনপির সহ-সভাপতি আশিক মোশারফ,জেলা বিএনপির প্রথম যুগ্ন সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
দুপুরে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজানের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে গণহত্যার বিচারের দাবীতে শহরের শমশেরনগর সড়ক থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি এম সাইফুর রহমান সড়কে গিয়ে শেষ হয়। এসময় সাবেক সরকার প্রধান শেখ হাসিনাসহ দলের অন্যান্য নেতাকর্মীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন নেতাকর্মীরা।
বিক্ষোভ শেষে প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন বখস, সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, জেলা বিএনপির স্বেচ্ছা বিষয়ক সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক আবুল কালাম বেলাল, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক গাজী মারুফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, মৌলভীবাজার জেলা কৃষকদলের সদস্য সচিব মোনাহিম কবির, জেলা যুবদল নেতা সেলিম মোহাম্মদ সালাহউদ্দিন, এম এ নিশাত, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এডভোকেট সৈয়দ নেপুর আলী, জেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল মিয়া প্রমুখ।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’