হবিগঞ্জ প্রতিনিধি
ভারতে চিকিৎসককে গণধ*র্ষ*ণের প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ
হবিগঞ্জে সড়কে নেমে প্রতিবাদী সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
ভারতের কলকাতায় চিকিৎসক ডা. মৌমিতা দেবনাথকে গণধ*র্ষ*ণ ও হ*ত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে হবিগঞ্জের শিক্ষার্থীরা। দেশের অনেক জায়গাতেই যখন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ জানানো হচ্ছে তখন হবিগঞ্জেও সড়কে নেমে প্রতিবাদী সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
শনিবার (১৭ আগস্ট) দুপুরে শহরের টাউন হল প্রাঙ্গনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমরা শুধু একজন মৌমিতার জন্য আজকে দাড়িয়েছি। কিন্তু সারা পৃথিবীতে হাজারো মৌমিতা নির্যাতনের শিকার হচ্ছে। নারীদের কর্মস্থল আজও নিরাপদ নয়। নারীদের জন্য কর্মস্থলসহ রাস্তাঘাট প্রতিটি ক্ষেত্র নিরাপদ করতে হবে। তবেই আমরা পূর্ণ স্বাধীনতান স্বাদ লাভ করতে পারব।
তারা আরও বলেন, যতদিন না মৌমিতার খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হবে ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব।
শিক্ষার্থী মেহরিন আক্তার বলেন, একজন চিকিৎসককে যেভাবে তার কর্মস্থলে যৌন নিপীড়নের পর হত্যা করা হয়েছে তা কোন ভাবেই মেনে নেয়া যায় না। আমরা হবিগঞ্জের শিক্ষার্থীরা মৌমিতার হত্যাকারীদের দৃষ্ঠান্ত মূলক শাস্তির দাবী জানাচ্ছি।
তানজিরা আহমেদ নামে অপর আরেক শিক্ষার্থী জানান, আমরা নারীরা কবে পুর্ণ স্বাধীনতা পাব। কবে থেকে আমাদের কর্মস্থলসহ সব জায়গা আমাদের জন্য নিরাপদ হবে। আমরা চাই সুন্দর একটা সমাজে বাঁচতে। আমাদের একটাই দাবী হত্যাকারীদের যেন দৃষ্ঠান্ত মূলক শান্তি হয়।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’