Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩১, ১৭ আগস্ট ২০২৪
আপডেট: ১৮:৩৩, ১৭ আগস্ট ২০২৪

পরীক্ষা বাতিলের দাবিতে মৌলভীবাজারে এইচএসসি শিক্ষার্থীদের মানববন্ধন

মৌলভীবাজার জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এই মানববন্ধনে সমবেত হন শিক্ষার্থীরা। ছবি- আই নিউজ

মৌলভীবাজার জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এই মানববন্ধনে সমবেত হন শিক্ষার্থীরা। ছবি- আই নিউজ

এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪ এর পরীক্ষার্থীদের সঠিক মূল্যায়ন ও আসন্ন পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে মৌলভীবাজার সদরের এইচএসসি শিক্ষার্থীরা। 

শনিবার (১৭ আগস্ট) সকালে মৌলভীবাজার জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এই মানববন্ধনে সমবেত হন শিক্ষার্থী ছেলে-মেয়েরা। 

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা এসময় স্লোগান দিতে দিতে শহরের কিছু সড়ক প্রদক্ষিণ করেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় তাঁরা নিজেদের দাবি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এসময় শিক্ষার্থীদেরকে 'আমার ভাই হসপিটালে, আমি কেন পরীক্ষার হলে', 'সারা বাংলায় খবর দে, এইচএসসি পরীক্ষার কবর দে' ইত্যাদি বলে স্লোগান দিতে শোনা যায়। 

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা সাংবাদিকদের সামনে তাদের দাবি ও দাবির যৌক্তিকতা তোলে ধরেন। তাঁরা বলেন,  চলতি বছর এইচএসসি পরীক্ষা শুরু হয়ে এখনো শেষ হয়নি। আন্দোলনের কারণে কিছু পরীক্ষা নেওয়ার পর তা স্থগিত করে দেওয়া হয়েছে। এই পরীক্ষা নিতে কমপক্ষে আরও এক মাস সময় লাগবে। পরীক্ষা শেষে ফলাফল আসতে লাগবে আরও ২ মাস সময়। সবমিলিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪ এর পরীক্ষা নিতে নিতে নতুন বছর ২০২৫ প্রবেশ করবে। এ অবস্থায় তাড়াহুরো করে পরীক্ষায় বসতে গিয়ে শিক্ষার্থীরা প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় ও ক্লাস করার সুযোগ মিলবে না বলে দাবি তাদের। তাই তারা পরীক্ষা বাতিল করে নতুন পদ্ধতিতে মূল্যায়নের দাবি জানিয়েছেন।  

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়