Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৮, ১৮ আগস্ট ২০২৪

শ্রীমঙ্গলে ট্রেনের সাথে ট্রাকের ধাক্কা

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে রেলক্রসিংয়ে রাস্তা পারাপারের সময় ট্রেনের সাথে ট্রাকের ধাক্কা লেগে দু*র্ঘটনা ঘটেছে। দু*র্ঘটনাকবলিত ট্রাকটির ড্রাইভার ঘটনাস্থলে থেকে পালিয়ে গিয়েছে। 

শনিবার (১৭ আগস্ট) দিবাগত-রাত ২ ঘটিকায় সময় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের নিকটবর্তী রেলগেইট/রেলক্রসিং এ দু*র্ঘটনা ঘটে। দু*র্ঘটনার সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর উপবন এক্সপ্রেসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান,এসময় রেলক্রসিং এ দায়িত্বরত গেইটম্যান সেখানে উপস্থিত ছিলেন না এবং রেলক্রসিং এর গেইট না ফেলার কারণে এ দু*র্ঘটনা ঘটে । এদিকে ট্রেনের সাথে ট্রাকের সং*ঘর্ষে চলমান ট্রেন প্রায় ১২০ মিটার জায়গা ট্রাকটিকে দুমরে মুচরে নিয়ে যায়।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, দু*র্ঘটনার কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। উপবন এক্সপ্রেসের সাথে ট্রাকের সং*ঘর্ষের পর সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ আছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে রেললাইন থেকে সরানো শেষ হলে আবার রেল চলাচল স্বাভাবিক হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়