কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জে আদিবাসী শিক্ষকের উপর হাম*লা, সেনাবাহিনীর হাতে আটক ১
ফাইল ছবি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আদিবাসী নেতা ধীরেন্দ্র কুমার সিংহের উপর হাম*লা চালিয়েছে দু*র্বৃত্তরা। স্কুল প্রাঙ্গণেই ক্লাস চলাকালে তার উপর হা*মলা চালানো হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে সেনাবাহিনী সদস্যরা।
রোববার (১৮ আগস্ট) দুপুরে ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যলয়ে এ ঘটনা ঘটে।
এ সময় শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণ ঘিরে ফেলে এবং আশপাশের লোকজনও ছুটে আসেন। খবর পেয়ে সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে ছুটে গিয়ে আক্রান্ত শিক্ষককে উদ্ধার করেন। সেনাবাহিনী আসার খবরে অন্য হা*মলাকারীরা পালিয়ে গেলেও সেনাবাহিনী একজনকে আটক করতে সক্ষম হয়।
হাম*লার শিকার প্রধান শিক্ষক ধীরেন্দ্র কুমার সিংহ জানান, হঠাৎ দল বেঁধে এসে দু*র্বৃৃত্তরা স্কুলের ভেতরেই হাম*লা চালায়। সেনাবাহিনী, শিক্ষার্থী ও আশপাশের লোকজন দ্রুত এগিয়ে না আসলে আমার ও প্রতিষ্ঠানের বড় ধরণের ক্ষ*তি করে ফেলত।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সতর্কতা ও অভয় দেয়ার পরও এমন হামলা দুঃখজনক, আমি বিস্মিত।
ধীরেন্দ্র কুমার সিংহের স্ত্রী রঞ্জিতা সিনহা জানান, এই মুহুর্তে আমরা নিরাপত্তাহীনতায় ভোগতেছি।
উল্লেখ্য, ধীরেন্দ্র কুমার সিংহ বিশিষ্ট সংগঠক ও বেশ কয়েকটি আদিবাসী সংগঠনের দায়িত্বশীল পদে রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, হাম*লার নেতৃত্ব দেওয়া সেলিম মিয়াকে আটক করে নিয়ে যায় সেনাবাহিনী। তিনি একই ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা। নাম প্রকাশে অনিচ্ছুক একজনের দাবি হাম*লার পেছনে স্থানীয় জনপ্রতিনিধির ইন্ধন রয়েছে।
এদিকে ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আদিবাসী নেতা ধীরেন্দ্র কুমার সিংহের উপর হাম*লার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হাম*লাকারী স*ন্ত্রা*সীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।
ঘটনার ব্যাপারে কমলগঞ্জ থানার ওসি সাইফুল আলম বলেন, থানায় কেউ না থাকায় সেনাবাহিনী আটক ব্যক্তিকে পুলিশের হাতে তোলে দিতে পারেননি।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’