Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৫:০০, ২০ আগস্ট ২০২৪

মৌলভীবাজারে আশ্রয়ণ প্রকল্পে প্রবেশ করলো মনু নদের পানি

পানি প্রবেশ করেছে মনু নদের তীরে অবস্থিত সরকারি আশ্রয়ণ প্রকল্পের বাড়িঘরে। 

পানি প্রবেশ করেছে মনু নদের তীরে অবস্থিত সরকারি আশ্রয়ণ প্রকল্পের বাড়িঘরে। 

বিগত কয়েকদিন ধরে মৌলভীবাজারসহ সিলেটের নানা জেলা, উপজেলায় চলছে বৃষ্টিপাত। টানা বৃষ্টির ফলে বেড়ে ফুলে ফেঁপে ওঠছে মনু নদের পানি। উজান থেকে ধেয়ে আসছে ঘোলা পানির ঢল। বিপদসীমার মাত্র কয়েক সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়া মনুর পানি এরিমধ্যে প্রবেশ করেছে মনু নদের তীরে অবস্থিত সরকারি আশ্রয়ণ প্রকল্পের বাড়িঘরে। 

সোমবার দিনভর বৃষ্টির পর রাতেও থামেনি বৃষ্টিপাত। এতে করে মঙ্গলবার ভোররাত থেকেই জেলা সদরের নানান জায়গায় নদ-নদীর পানি উপচে লোকালয়ে প্রবেশ করছে। শ্যামরকোনাসহ একাধিক এলাকায় প্রতিরক্ষা বাঁধ ভেঙে দুর্ভোগ সৃষ্টি করেছে। 

মঙ্গলবার (২০ আগস্ট) সবশেষ রেকর্ড করা তথ্য অনুযায়ী পানি উন্নয়ন বোর্ড জানায় মনু নদের চাঁদনীঘাট পয়েন্ট দিয়ে বিপদসীমার মাত্র ১৭ সে.মি নীচ দিয়ে পানি বইছে। বেড়েই চলেছে নদের পানি। মঙ্গলবারও পানির এই বৃদ্ধি ধারাবাহিক থাকলে বুধবারের মধ্যেই বিপদসীমার উপর দিয়ে বয়ে যেতে পারে মনু নদের পানি। 

পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ১২টায় মনু নদের চাঁদনীঘাট পয়েন্ট দিয়ে পানি প্রবাহিত হয়েছে ১১ দশমিক ১৩ সেন্টিমিটার উচ্চতায়। আগেরদিন সোমবার রাত ৯টায় একই পয়েন্ট দিয়ে পানি প্রবাহিত হয়েছে ১০ দশমিক ৭৯ উচ্চতা দিয়ে। 

পানি বাড়ছে মৌলভীবাজারের অন্যান্য নদ-নদীতেও। শেরপুরে কুশিয়ারা নদীতে বিপদসীমার ৩৪ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি। পানি বৃদ্ধি পাওয়া অব্যাহত আছে এই পয়েন্টেও। 

সরেজমিনে মনু নদের তীরে অবস্থিত আশ্রয়ণ প্রকল্প ঘুরে দেখা যায়, প্রকল্পের বাড়িঘর যে জায়গায় সেখানে প্রায় হাঁটু সমান পানি। গত দুইদিনে মনুর পানি বৃদ্ধি পাওয়ায় উপচে পড়া পানিতে ভেসে গেছে আশ্রয়ণ প্রকল্পের ভেতর-বাহির সব জায়গা। ঘোলা পানির মধ্যে বন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন প্রকল্পের বাসিন্দারা। জানান, প্রকল্পে বসবাস শুরুর পর এই নিয়ে তিনবার মনু নদের পানিতে প্লাবিত হলো এই আশ্রয়ণ প্রকল্প। 

নদে পানি বৃদ্ধি পাওয়ায় সদর উপজেলা শহর এখনো নিরাপদ থাকলেও বিপরীত পাড়ে চাঁদনীঘাট ইউনিয়নের বেশকিছু নিচু এলাকায় পানি প্রবেশ করার উপক্রম দেখা দিয়েছে। অনেকের ধারণা, পানি বৃদ্ধি হতে থাকলে মঙ্গলবার রাতেই হয়তো নিচু এলাকার অনেক বাড়িঘরে মনু নদের উপচে পড়া পানি প্রবেশ করবে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়