কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জের লাউয়াছড়ায় পাহাড় ধ্বস, যান চলাচল বন্ধ
পাহাড় ধ্বসের পর স্বাভাবিক যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ছবি- আই নিউজ
ভারী বৃষ্টির ফলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে পাহাড় ধ্বসে বড় গাছ ও বাঁশ ঝাড় সড়কে ধ্বসে পড়েছে। এতে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) ভোরে ভারী বৃষ্টির ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল থেকে সড়কের দুই পাশে কয়েক শতাধিক যানবাহন আটকে রয়েছে। লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার ভোর রাতে পাহাড় ধসে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বড় গাছ ও বাঁশঝাড়ের শেকড় উপড়ে পড়েছে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে আছে। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বনের ভেতর গাড়ি থামিয়ে দীর্ঘ সময় যাত্রীদের বসে থাকতে হয়। এ সময় রাস্তার দু’পাশে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ে আছে।
সিএনজিচালিত অটোরিকশার যাত্রী সেনাবাহীনীর সদস্য রুমান আহমেদ বলেন, ছুটিতে চট্টগ্রাম থেকে বাড়িতে যাচ্ছি রাত ২টার দিকে। আমার বাসা কমলগঞ্জে। রাত প্রায় ২টার দিকে সিএনজি করে বাসায় যাওয়ার সময় দেখি পাহাড় ধ্বসে বাঁশঝাড় ও গাছের গুড়ি উপড়ে পড়ে আছে। পরে সেখান থেকে পায়ে হেঁটে কমলগঞ্জ আসতে হয়েছে।’
লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর রাতে ভারী বৃষ্টির ফলে টিলার উপরের বড় একটি বাঁশঝাড় সড়কে উপড়ে পড়ে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকালে কিছু বাঁশ কেটে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলের উপযোগী করা হয়েছে। তবে বড় ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। সড়ক বিভাগ বড় বাঁশঝাড়টি সরানোর পর যান চলাচল স্বাভাবিক হবে।
দুপুর ২.৩০ মিনিটে প্রতিবেদন লেখা পর্যন্ত বড় ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’