নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজারের কদমহাটায় বাঁধ ভেঙে প্লাবিত জনপদ
কদমহাটায় মনু নদীর বাঁধ ভেঙে গিয়ে বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়ে গেছে।
মৌলভীবাজারের রাজনগর উপজেলার কদমহাটা এলাকায় পানির প্রবল স্রোতে মনু নদীর বাঁধ ভেঙে গিয়ে বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়ে গেছে। প্লাবনের মুখে পড়ে বিপর্যস্ত কদমহাটাসহ রাজনগর এলাকার হাজারও পরিবারের মানুষ। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা বেশি দুর্ভোগ পোহাচ্ছেন। প্লাবিত এলাকায় নানা জায়গা থেকে মানুষ এসে যোগ দিচ্ছেন উদ্ধার কার্যক্রমে।
বুধবার দিবাগত বৃহস্পতিবার ভোর রাতের দিকে কদমহাটার মনু নদী প্রতিরক্ষা বাঁধটি ভেঙে যায় বলে খবর আসে। এই বাঁধ ভাঙার ফলে কদমহাটা এলাকা দিয়ে উজান থেকে আসা ঢলের পানি প্রবল বেগে লোকালয়ে প্রবেশ করছে।
উদ্ধার কাজে যুক্ত থাকা একাধিক স্বেচ্ছাসেবক জানান, কদমহাটা এলাকায় বাঁধ ভেঙে পড়ার পর থেকে অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। বাঁধের কাছে যাদের বাড়িঘর ছিল তাঁরা একেবারে অসহায় হয়ে পড়েছেন। এরমধ্যে নারী, শিশু ও বৃদ্ধ দেখে দেখে উদ্ধার কাজ চালানো হচ্ছে।
স্থানীয়রা জানান, বুধবার থেকেই রাজনগরের বিভিন্ন জায়গার নদী প্রতিরক্ষা বাঁধে ভাঙন দেখা দেয়। কিছু বাঁধ ভেঙে পানি প্রবেশ করে। টেংরা ইউনিয়নের ভাঙ্গারহাট ও অন্য পাড়ের মিটিপুর গ্রামে সন্ধ্যার পরে ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গন দিয়ে প্রবল বেগে লোকালয়ে পানি প্রবেশ করছে। বিভিন্ন স্থানে বাঁধের উপর দিয়ে পানি উপচে পড়ছে।
কুলাউড়া উপজেলার টিলাগাও ইউনিয়নের হাজীপুর গ্রামে মনুনদের বাঁধ ভেঙ্গে অনন্ত ৬টি ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। নতুন নতুন এলাকা তলিয়ে যাচ্ছে।
এদিকে, রাজনগরসহ জেলার বিভিন্ন উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য ও সহায়তা করতে স্বেচ্ছাসেবী দল, সামাজিক সংগঠন, রাজনৈতিক দল ও প্রশাসনের পক্ষ থেকে নিজস্ব উদ্যোগে কাজ চালানো হচ্ছে। অনেকেই নৌকা, স্পিডবোট, শুকনো খাবার, ওষুধ ইত্যাদি নিয়ে বন্যা কবলিত এলাকায় ছুটে যাচ্ছেন।
পুলিশ সুপার মো. মনজুর রহমান বলেন, শহর রক্ষায় ও মানুষের জানমাল রক্ষা করতে অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষে তদারকি করছেন সিলেটের প্রধান প্রকৌশলী মো. শফিকুল ইসলাম ও মৌলভীবাজারের তত্ত্বাবধায়ক আব্দুল মোমিন।
পানি উন্নয়ন বোর্ডের মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল বলেন, গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের সবগুলো নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’