Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৫, ২৪ আগস্ট ২০২৪

মৌলভীবাজারে ছাত্রদলের আয়োজনে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

বন্যা দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন এম নাসের রহমান। ছবি- আই নিউজ

বন্যা দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন এম নাসের রহমান। ছবি- আই নিউজ

মৌলভীবাজার সদরে ছাত্রদলের আয়োজনে বন্যা কবলিত মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপস্থিত থেকে ত্রাণ করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান। 

শনিবার (২৪ আগস্ট) মৌলভীবাজার সদরের সৈয়ারপুর লোকনাথ মন্দির প্রাঙ্গণে ২৮০টি বন্যা কবলিত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। এর আয়োজন করে মৌলভীবাজার জেলা ছাত্রদল এই ত্রাণ বিতরণের আয়োজন করে। 

ত্রাণ বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সভা এম নাসের রহমান। 

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আশিক মোশাররফ, হেলু মিয়া, সদর উপজেলা বিএনপির মারুফ আহমদ, জেলা বিএনপির সহ সভাপতি ফখরুল ইসলাম, জেলা এম এ মুকিত, জেলা বিএনপির উপদেষ্টা ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি এডভোকেট সুজিত কুমার দাস, ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, সাংগঠনিক সম্পাদক ইনামুল হক রিপন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসহাক চৌধুরী মামুন প্রমুখ। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়